শুধু কথা নয়, পদক্ষেপ নিতে হবে ইরানকে : যুক্তরাষ্ট্র

3 hours ago 3

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির মধ্যে কায়রোতে হওয়া চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র বলেছে, শুধু কথায় নয়—প্রকৃত পদক্ষেপেই আসল বিষয় প্রমাণিত হবে।

শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র আল হাদাথকে বলেন, আমরা ইরানের কাছ থেকে কাজ দেখতে চাই, শুধু প্রতিশ্রুতি নয়। তিনি জোর দিয়ে বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্র কর্মসূচি পুরোপুরি ত্যাগ করতে হবে এবং সমৃদ্ধকরণ বন্ধ করতে হবে। এর আগে পর্যন্ত ওয়াশিংটন ইরানকে দায়বদ্ধ করতে থাকবে।

এদিকে ইউরোপের তিন দেশ ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য ২০১৫ সালের পারমাণবিক চুক্তির ‘স্ন্যাপব্যাক’ প্রক্রিয়ার আওতায় জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহারের চাপ বাড়িয়েছে। তারা জানিয়েছে, নিষেধাজ্ঞা স্থগিতের শর্ত হবে ইরানের আইএইএ-এর সঙ্গে পূর্ণ সহযোগিতা, যা নতুন পরিদর্শন পুনরায় শুরু করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় অচলাবস্থা রয়ে গেছে। ইরান এখনও ৬০ শতাংশ সমৃদ্ধ করা ৪০০ কেজিরও বেশি ইউরেনিয়ামের মজুত ধরে রেখেছে, যা কূটনৈতিক প্রচেষ্টাকে অত্যন্ত সূক্ষ্ম ও জটিল পর্যায়ে নিয়ে গেছে।

Read Entire Article