শুধু বাহ্যিক কাঠামো নয়, দায়বদ্ধতাকে লালন করতে হবে: নূরুল কবীর

2 hours ago 2

বিগত সময়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ফোর্সেস সদস্যরা অনেক ভালো কাজ করেছে উল্লেখ করে সাংবাদিক নূরুল কবীর বলেছেন, জনমনে আতঙ্ক দূর করে আস্থার জায়গায় পৌঁছাতে হলে শুধু বাহ্যিক কাঠামো নয়, র‌্যাব অফিসারদের মননশীলতায় মানবিকতার চর্চা, আইনের প্রতি শ্রদ্ধাশীল ও জনগণের কাছে দায়বদ্ধতাকে লালন করতে হবে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাজধানীর কুর্মিটোলা র‌্যাব সদর দপ্তরে এলিট হলে র‌্যাবে কর্মরত সব পদবীর কর্মকর্তাদের নিয়ে ‘নাগরিক, মিডিয়ার চোখে র‌্যাব ও জনপ্রত্যাশা এবং করণীয়’ শীর্ষক এক মতবিনিময় অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিউ এজ’র সম্পাদক নূরুল কবীর বিভিন্ন বিষয়ে করণীয় ও বর্জনীয় গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন, যা র‌্যাব ফোর্সের সদস্যদের দৈনন্দিন কার‌্যাবলির সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন র‌্যাবের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালকরা, র‌্যাব সদর দফতরের সব পরিচালক ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, ঢাকায় ব্যাটালিয়নের সব অধিনায়ক এবং বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা। এছাড়াও ভিটিসির মাধ্যমে র‌্যাবের ব্যাটালিয়নগুলোর কর্মকর্তারাও এতে অংশগ্রহণ করেন।

টিটি/এসএনআর/এএসএম

Read Entire Article