শুধু ভারতেই ৬০০ কোটি আয়ের পথে ‌‘কান্তারা চ্যাপ্টার ১’

7 hours ago 5

হোমবেলে ফিল্মসের প্রযোজনায় রিশভ শেঠি অভিনীত ‘কান্তারা চ্যাপ্টার ১’ বিশাল আয়ের পথে হাঁটছে। ছবিটি তৃতীয় সপ্তাহের শুরুতে শুক্রবার প্রায় ৯.২৫-৯.৫০ কোটি রুপি আয় করেছে। তবে দ্বিতীয় শুক্রবারের তুলনায় আয় ৬৫ শতাংশ কমেছে।

রাজ্যভিত্তিকভাবে লক্ষ্য করলে, তামিলনাডু ও তেলুগু ভাষাভাষী অঞ্চলে আয় ৭০ শতাংশের বেশি কমেছে। কারণ এই সময় নতুন কিছু সিনেমা মুক্তি পেয়েছে। অন্যদিকে কর্ণাটকায় আয় কমেছে প্রায় ৬০ শতাংশ।

হিন্দি বেল্টে অবস্থান যথেষ্ট ভালো ছিল। সপ্তাহের তুলনায় আয় ৫০ শতাংশ কমলেও আগের দিনের সমান অবস্থায় রয়েছে। যেহেতু এই সপ্তাহে হিন্দিতে কোনো নতুন ছবির মুক্তি হয়নি তাই সিনেমাটি বৃহস্পতিবার থেকে কিছুটা বৃদ্ধি দেখাতে পারত। তবে দীপাবলির প্রভাব এই আয় বৃদ্ধিকে বাধা দিয়েছে।

ভারতে ‘কান্তারা চ্যাপ্টার ১’-এর বক্স অফিস আয়ের তালিকা-
প্রথম সপ্তাহ (৮ দিন): ৩৮৩.২৫ কোটি
দ্বিতীয় সপ্তাহ: ১৬৮.৫০ কোটি
দ্বিতীয় শুক্রবার: ৯.৫০ কোটি
মোট: ৫৬১.২৫ কোটি

সোমবার পর্যন্ত তৃতীয় সপ্তাহের আয় ৪২-৪৫ কোটি রুপি প্রায় পৌঁছাবে যা সিনেমাটিকে মোট প্রায় ৬০০ কোটি রুপি আয়ের ঘরে পৌঁছে দেবে। বছরের সর্বোচ্চ আয়ের সিনেমা ‘ছাভা’-কে ছাড়িয়ে যেতে হলে ৬০০ কোটি রুপি অতিক্রম করা প্রয়োজন ছিল। এজন্য শুক্রবারে ১০-১১ কোটি রুপি আয় করতে হতো। সেখান থেকে সামান্য কম আয় করেছে ছবিটি। তবে এই পার্থক্য খুব বেশি নয়। দীপাবলির দিনগুলোতে সহজেই লক্ষ্য পূরণ করবে বলে ভারতের সিনেমা বিশ্লেষকদের প্রত্যাশা।

ছবিটি রাজ্যভিত্তিক আয় করেছে কর্ণাটকে ১৮৫ কোটি, এপিটিএসে ৯১.২৫ কোটি, তামিলনাডুতে ৫৪ কোটি, কেরালায় ৪৭.৫০ কোটি। ভারতের অন্যান্য অঞ্চল থেকে ১৮৩.৫০ কোটি রুপি আয় ঘরে তুলেছে। সব মিলিয়ে ভারতের মধ্যে এখন পর্যন্ত মোট আয় ৫৬১.২৫ কোটি রুপি।

আশা করা হচ্ছে, দীপাবলির ছুটি ও উৎসবে ‘কান্তারা চ্যাপ্টার ১’ আয়ের দিক থেকে আরও অনেক এগিয়ে যাবে। হতে পারে এই আয় সিনেমাটিকে বছরের অন্যতম সফল হিসেবে তালিকায় স্থান করে দেবে।

এলআইএ/জেআইএম

Read Entire Article