শুধু সাইফ নয়, সোহার বাড়িতেও এসেছিল চোর

18 hours ago 4
চলতি বছরের জানুয়ারিতে সাইফ আলি খান ও কারিনা কাপুর খানের বাড়িতে ঘটে গিয়েছিল ডাকাতির চেষ্টা। পরিবারকে বাঁচাতে গিয়ে ছুরির আঘাত পেলেও, অল্পের জন্য প্রাণে বাঁচেন সাইফ। এরপর থেকেই বাড়ানো হয়েছে তার বাড়ির নিরাপত্তা। কিন্তু এখানেই শেষ নয়, সম্প্রতি সোহা আলি খান প্রকাশ করলেন চমকপ্রদ তথ্য, তার বাড়িতেও একবার চোর ঢুকে পড়েছিল। সৌভাগ্যবশত স্বামী কুণাল খেমুর দ্রুত পদক্ষেপেই রক্ষা পায় পরিবার। ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে সোহা এ বিষয়ে বলেন, মুম্বাইয়ে আমাদের বাড়িতে চুরি হয়েছিল। ভাইয়ের (সাইফের) নয়, আমার নিজের বাড়িতে চুরি হয়েছিল। কুণাল চোরটিকে ধরে থানায় দিয়ে এসেছিল। চোরটি আমাদের বেডরুমে ছিল। ভোর ৪টা বাজে, আমরা তখন ঘুমাচ্ছিলাম। হঠাৎ একটা শব্দ শুনতে পেলাম। তখন কুণালের হাতে ব্যান্ডেজ ছিল, কারণ একটা ছবির শুটিংয়ের সময় তার আঙুলে চোট লেগেছিল। তিনি আরও বলেন, কুণাল উঠে গিয়ে দেখতে গেল, শোয়ার ঘরের পর্দা সরাতেই দেখে একটা পূর্ণবয়স্ক লোক ঘাপটি মেরে দাঁড়িয়ে রয়েছে সেখানে। কুনাল তখন চোরটিকে লাথি মারে এবং দু’জনেই গিয়ে ব্যালকনিতে পড়ে যায়। আমি তখন পুলিশে ফোন করি। পরে কুণাল ফিরে এসে বলল, ‘আমার মনে হয়, ও মরে গিয়েছে।’ পরে দেখা গেল, সে মরেনি, তবে ব্যাক পেইন হচ্ছিল, কারণ সে ব্যালকনি থেকে নিচে পড়ে গিয়েছিল। ২০০৯ সালে সিনেমার শুটিংয়ের সময় সোহা ও কুনাল প্রথম একে অপরের সঙ্গে পরিচিত হন। পরে তাদের মধ্যে বন্ধুত্ব থেকেই জন্ম নেয় ভালোবাসা। এরপর ২০১৪ সালে বাগদান সারেন এবং ২০১৫ সালের ২৫ জানুয়ারি এক প্রাইভেট অনুষ্ঠানে বিয়ে করেন তারা। এরপর ২০১৭ সালে তাদের ঘর আলো করে জন্ম নেয় তাদের কন্যা ইনায়া নাওমি খেমুর।   
Read Entire Article