চলতি বছর ‘ধূমকেতু’ ছবির মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছেন কলকাতার জনপ্রিয় নায়িকা শুভশ্রী গাঙ্গুলি। দেবের বিপরীতে জুটি বেঁধে ব্যবসা সফল ছবি উপহার দিয়েছে তিনি। আবারও নায়িকার ভক্তদের জন্য সুখবর। আর সেটি হলো ‘ওয়েটিং রুম’ নামে নতুন একটি ছবির শুটিং শুরু করতে যাচ্ছেন শুভশ্রী। এটি পরিচালনা করবেন কৌশিক গাঙ্গুলি। এরই মধ্যে ছবির ফাস্ট লুক প্রকাশিত হয়েছে। এতে নায়িকার রক্তাক্ত লুক চমকে দিয়েছে।
শোনা যাচ্ছে, এ ছবিকে থ্রিলার বলে ধারণা করে করা হলেও এ ছবি ঠিক তেমনটা নয়। এ ছবি নাকি হতে চলেছে সোশ্যাল ড্রামা।
আজ থেকেই ‘ওয়েটিং রুম’ ছবির শুটিং শুরু কথা রয়েছে। এতে শুভশ্রীর চরিত্রের নাম ‘দীপা’। তারই জীবনসফর ফুটে উঠবে এ ছবিতে।
শুভশ্রী ছাড়াও এ ছবিতে অভিনয় করবেন অনির্বাণ চক্রবর্তী, অনন্যা বন্দ্যোপাধ্যায়, রেশমি সেন প্রমুখ। সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন ইন্দ্রদীপ দাসগুপ্ত।

2 weeks ago
5








English (US) ·