শুরায়ি নেজামের কাছে বিশ্ব ইজতেমার মাঠ হস্তান্তর

1 month ago 43

টঙ্গীর তুরাগ নদের তীরের বিশ্ব ইজতেমার মাঠ তাবলিগের শুরায়ি নেজামের দায়িত্বশীলদের কাছে হস্তান্তর করেছে প্রশাসন। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসকের পক্ষ থেকে মাঠ বুঝিয়ে দেন গাজীপুরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ওয়াহিদ হোসেন।

এসময় নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) অভ্র জ্যোতি বড়াল, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জিএমপি হাফিজুর রহমান, শুরায়ি নেজামের ইঞ্জিনিয়ার মাহফুজ হান্নান, ইঞ্জিনিয়ার মেসবাহ, মাওলানা নাজমুল হাসান কাসেমি, মাওলানা শাহরিয়ার মাহমুদ, মুফতি কিফায়াতুল্লাহ আজহারি, ওলিউল্লাহ, জমির আলী, মাওলানা যোবায়ের, তারেক রহমান, আবু উবায়দা প্রমুখ উপস্থিত ছিলেন।

শুরায়ি নেজামের কাছে বিশ্ব ইজতেমার মাঠ হস্তান্তর

শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, ময়দান বুঝিয়ে দেওয়ায় তাবলিগের শুরায়ি নেজামের পক্ষ থেকে সরকার ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে।

মো. আমিনুল ইসলাম/আরএইচ/জিকেএস

Read Entire Article