শুরু হচ্ছে ‘MyNumberMyStory’ ক্যাম্পেইন

এই বছরের জাতিসংঘ ঘোষিত 16 Days of Activism-এর মূল বার্তা হলো ‘নারীদের বিরুদ্ধে ডিজিটাল সহিংসতার বিরুদ্ধে সবাইকে একসঙ্গে দাঁড়ানো’। সেই উদ্দেশ্য সামনে রেখে রেডিও স্বাধীন ও এশিয়াটিক মার্কেটিং কমিউনিকেশনস লিমিটেড যৌথভাবে চালু করেছে #MyNumberMyStory ক্যাম্পেইন। এ ক্যাম্পেইনে নারীরা জানাচ্ছেন—দিনে, সপ্তাহে বা সময়ে সময়ে তারা অনলাইনে কতবার হয়রানির শিকার হন। তারা সেই সংখ্যা লিখছেন নিজের শরীরে, যেন প্রতিটি সংখ্যা তাদের প্রতিবাদের ভাষা হয়ে ওঠে। ক্যাম্পেইন শুরু হতেই দেশের নানা পরিচিত মুখসহ বহু নারী সাহস করে নিজেদের সংখ্যা প্রকাশ করেছেন। প্রতিটি সংখ্যা শুধু পরিসংখ্যান নয়—এর সঙ্গে যুক্ত আছে তাদের রাগ, কষ্ট আর তীব্র অভিজ্ঞতা। তবে একই সঙ্গে, এসব গল্পের নিচের কমেন্ট সেকশনে দেখা যায় নতুন করে বিদ্রূপ, তাচ্ছিল্য ও আক্রমণ। ডিজিটাল সহিংসতা যেন অন্য এক রূপে আরও স্পষ্ট হয়ে ওঠে। এই বাস্তবতা আমাদের মনে করিয়ে দেয়—এখানেই লড়াই শেষ নয়।

শুরু হচ্ছে ‘MyNumberMyStory’ ক্যাম্পেইন

এই বছরের জাতিসংঘ ঘোষিত 16 Days of Activism-এর মূল বার্তা হলো ‘নারীদের বিরুদ্ধে ডিজিটাল সহিংসতার বিরুদ্ধে সবাইকে একসঙ্গে দাঁড়ানো’। সেই উদ্দেশ্য সামনে রেখে রেডিও স্বাধীন ও এশিয়াটিক মার্কেটিং কমিউনিকেশনস লিমিটেড যৌথভাবে চালু করেছে #MyNumberMyStory ক্যাম্পেইন।

এ ক্যাম্পেইনে নারীরা জানাচ্ছেন—দিনে, সপ্তাহে বা সময়ে সময়ে তারা অনলাইনে কতবার হয়রানির শিকার হন। তারা সেই সংখ্যা লিখছেন নিজের শরীরে, যেন প্রতিটি সংখ্যা তাদের প্রতিবাদের ভাষা হয়ে ওঠে।
ক্যাম্পেইন শুরু হতেই দেশের নানা পরিচিত মুখসহ বহু নারী সাহস করে নিজেদের সংখ্যা প্রকাশ করেছেন। প্রতিটি সংখ্যা শুধু পরিসংখ্যান নয়—এর সঙ্গে যুক্ত আছে তাদের রাগ, কষ্ট আর তীব্র অভিজ্ঞতা।

তবে একই সঙ্গে, এসব গল্পের নিচের কমেন্ট সেকশনে দেখা যায় নতুন করে বিদ্রূপ, তাচ্ছিল্য ও আক্রমণ। ডিজিটাল সহিংসতা যেন অন্য এক রূপে আরও স্পষ্ট হয়ে ওঠে। এই বাস্তবতা আমাদের মনে করিয়ে দেয়—এখানেই লড়াই শেষ নয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow