শুরু হচ্ছে এনআইডিতে ঠিকানা স্থানান্তর কার্যক্রম

1 month ago 26

মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বন্ধ থাকা ভোটার স্থানান্তর কার্যক্রম চালুর নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২৮ আগস্ট) ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী এ সংক্রান্ত একটি নির্দেশনা মাঠ কর্মকর্তাদের পাঠিয়েছেন।

এর আগে বিভিন্ন নির্বাচনের কারণে কিছু উপজেলায় ভোটার স্থানান্তর কার্যক্রম বা জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) ঠিকানা স্থানান্তর কার্যক্রম বন্ধ ছিল।

নির্দেশনায় বলা হয়, ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্র চূড়ান্তকরণ ও ভোটার তালিকা চূড়ান্তকরণের নিমিত্ত মাঠ পর্যায়ে ভোটার স্থানান্তর কার্যক্রম ১ এপ্রিল পত্রের মাধ্যমে বন্ধ রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল। স্থগিত ৮টি উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনসহ অন্যান্য স্থগিত নির্বাচন সংশ্লিষ্ট উপজেলা/থানায় মাঠ পর্যায়ে ভোটার স্থানান্তর কার্যক্রম চালুর জন্য নির্বাচন কমিশন অনুমোদন দিয়েছে।

এ অবস্থায় স্থগিত ৮টি উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনসহ অন্যান্য স্থগিতকৃত নির্বাচন সংশ্লিষ্ট উপজেলা/থানায় ভোটার স্থানান্তরের আবেদন সঠিক হলে পূর্বের মতো দ্রুততম সময়ে ভোটার স্থানান্তর কার্যক্রম সম্পন্নের জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা যাচ্ছে।

এমওএস/এমআইএইচএস/জিকেএস

Read Entire Article