শুরু হলো নিশোর ‘দম’-এর শুটিং

13 hours ago 4

কাজাখস্তানের দুর্গম প্রান্তরে হঠাৎই দেখা মিলল জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর। সঙ্গে আছেন নির্মাতা রেদওয়ান রনি, প্রযোজক শাহরিয়ার শাকিল এবং আর্ট ডিরেক্টর শহীদুল ইসলামসহ আরও কয়েকজন বিদেশি। এই তিনজনের নাম একসঙ্গে এলেই সিনেমাপ্রেমীরা বুঝে যান, এটিই সেই বহুল প্রতীক্ষিত ঈদুল ফিতরের সিনেমা ‘দম’। ফলে প্রশ্ন উঠেছে তাহলে কি শুরু হয়ে গেছে সিনেমার শুটিং?

যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি, তবে রনি নিজের ফেসবুক ও ইনস্টাগ্রামে কিছু ছবি শেয়ার করে লিখেছেন, ‘দম-এর দম পরীক্ষা’। মুহূর্তেই নেটদুনিয়ায় গুঞ্জন শুরু হয়, কাজাখস্তানেই চলছে সিনেমার লোকেশন রেকি। ছবিগুলো দেখে মনে হচ্ছে, প্রযোজক-নির্মাতা-অভিনেতা মিলে গেছেন শুটিংয়ের জায়গাগুলো সরেজমিন যাচাই করতে। কোন লোকেশন কেমন দেখাবে, কতটা চ্যালেঞ্জ নেবে অভিনেতাদের শরীর ও মন সবই পরীক্ষা করে দেখছেন তারা।

এর আগে সৌদি আরব ও জর্ডানকে সম্ভাব্য লোকেশন হিসেবে বিবেচনা করা হলেও শেষ পর্যন্ত কাজাখস্তানই বেছে নিয়েছে ‘দম’ টিম। রনি তার পোস্টে হ্যাশট্যাগ ব্যবহার করেছেন, ‘দমরেকি’ ও ‘কাজাখস্তান’, যা গুঞ্জনকে আরও পাকাপোক্ত করেছে।
দীর্ঘ বিরতির পর নির্মাণে ফিরছেন রেদওয়ান রনি। তার ভাষায়, 'দম নিয়ে দম বানাতে আসছি।' সিনেমার গল্প বাস্তব ঘটনার অনুপ্রেরণায়, যেখানে থাকবে টানটান সার্ভাইভাল ড্রামা।

‘দম’-এ অভিনয় করছেন আফরান নিশো ও চঞ্চল চৌধুরী। নিশো বলেছিলেন, ‘এতে পারফরম্যান্সে অনেক চ্যালেঞ্জ আছে যা আমাকে অনুপ্রাণিত করেছে। দেশে এ ধরনের সিনেমা আগে দেখিনি।’ চঞ্চল চৌধুরীর মতে, ‘গল্পটা অসাধারণ, খুব চ্যালেঞ্জিং। দর্শক চমকে যাবেন।’
তবে সিনেমার প্রধান নারী চরিত্রে কে থাকবেন, তা এখনো ঘোষণা হয়নি। সবকিছু ঠিক থাকলে সিনেমাটি ২০২৬ সালের ঈদুল ফিতরে মুক্তি পাবে। 

Read Entire Article