শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে শিগগির কৃষি প্রকৌশল অনুষদ চালু হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল লতিফ। এর ফলে শেকৃবি শিক্ষার্থীরাও কৃষি যান্ত্রিকীকরণে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন বলে মন্তব্য করেন তিনি।
বুধবার (২ জুলাই) বাংলাদেশে কৃষি যান্ত্রিকীকরণে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির ভূমিকা বিষয়ক সেমিনারে এ মন্তব্য করেন তিনি। এদিন বিশ্ববিদ্যালয়ের টিএসসি কমপ্লেক্সে বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতি প্রদর্শনী করা হয়।
উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল লতিফ বলেন, আমাদের সময়ের সঙ্গে সঙ্গে মেকানাইজেশনের যুগে যেতে হবে, এর বিকল্প নেই। কৃষি শ্রমিক কমে যাচ্ছে। কৃষক এখন আর তার ছেলেকে কৃষক বানাতে চান না। তাই কৃষি শ্রমিকের ঘাটতি দেখা দিচ্ছে। এই ঘাটতি পূরণ করার ক্ষেত্রে মেকানাইজেশনের (যান্ত্রিকীকরণের) বিকল্প নেই।
- আরও পড়ুন
- শিক্ষার্থীদের তথ্য পাচারের অভিযোগ, দেড় মাসেও জবাব দেয়নি প্রশাসন
- ছাত্রী মোটা না চিকন হয়েছে দেখতে ইমোতে কল দেন শিক্ষক!
তিনি আরও বলেন, বাংলাদেশে কৃষি ক্ষেত্রে ড্রোন প্রযুক্তিকে কাজে লাগাতে হবে। আর এ ক্ষেত্রে বাংলাদেশের কৃষি প্রকৌশলীদের সর্বপ্রথম এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহা. আশাবুল হক এবং প্রক্টর অধ্যাপক ড. মো. আরফান আলী।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের এফএমপিই বিভাগের কৃষি প্রকৌশলী মাহেদি হাসান। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের এফএমপিই চিফ সায়েন্টিফিক অফিসার ড. মো. নুরুল আমিন।
সাইদ আহম্মদ/কেএসআর/জিকেএস