শেকৃবিসাসের নবনির্বাচিত সভাপতি কামরুল, সম্পাদক তাসনিম

2 months ago 7

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (শেকৃবিসাস) ২০২৫-২৬ সেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে দৈনিক সমকালের প্রতিনিধি মো. কামরুল ইসলাম সজল সভাপতি এবং বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি তাসনিম আহমেদ তানিম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (২০ জুন) সমিতির কার্যালয়ে সদস্যদের ভোটে তারা নির্বাচিত হন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন শেকৃবিসাসের সাবেক সভাপতি এবং বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. নজরুল ইসলাম।

এছাড়া সহকারী নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের গণযোগাযোগ কর্মকর্তা মো. শামসুল আলম এবং শেকৃবিসাসের সাবেক সভাপতি আশিক আব্দুল্লাহ। পরে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি দৈনিক দেশ রূপান্তরের মো. এমদাদুল হক, সহ-সভাপতি দৈনিক মানবকণ্ঠের মো. শাহিন আলম, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ পোস্টের শেখ শোয়াইবুর রহমান, সাংগঠনিক সম্পাদক দৈনিক আমাদের সময়ের শাহেদ মাহমুদ মাহিন, কোষাধ্যক্ষ দৈনিক কালের কণ্ঠের সিফাতুল্লাহ আমিন, দপ্তর সম্পাদক চ্যানেল ২৪ এর তাহিরুল হাসান ফাহিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ডেইলি ক্যাম্পাসের রাকিবুল ইসলাম রাকিব, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক দৈনিক ইনকিলাবের আশরাফুল ইসলাম, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক বিডিএন৭১ এর মাকতুম আল মুহিত, কর্মশালা ও যোগাযোগ বিষয়ক সম্পাদক জাগো নিউজের মো. সাইদ আহম্মদ ও কার্যনির্বাহী সদস্য আমার দেশের সিরাজুদ্দৌলা আরাফাত, দৈনিক নয়া শতাব্দীর মো. ফরহাদ আলম এবং দ্যা বাংলাদেশ টুডের কায়েস ইবনে জুবায়ের

শেকৃবিসাসের প্রধান পৃষ্ঠপোষক উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ এবং শেকৃবিসাসের প্রধান উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক প্রফেসর ড. মো. আশাবুল হক নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন এবং সমিতির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেছেন।

সাইদ আহম্মদ/এমআরএম/এএসএম

Read Entire Article