শেখ পরিবারের নামে থাকা ৬৬ কলেজসহ ৬৮টির নাম পরিবর্তন

3 months ago 7

শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যদের নামে থাকা দেশের ৬৬টিসহ মোট ৬৮ সরকারি কলেজের নাম পরিবর্তন করেছে অন্তর্বর্তী সরকার। কলেজগুলোতে মূলত সংশ্লিষ্ট এলাকার নাম রাখা হয়েছে। আবার বেশ কয়েকটি কলেজের নাম আগের নামে ফেরানো হয়েছে।

বুধবার (২৮ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে এসব প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হয়।

উপসচিব মাহবুব আলমের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়ন পরিবীক্ষণ অধিশাখার গত ৯ ফেব্রুয়ারির চিঠির আলোকে ৬৮টি কলেজের নাম পরিবর্তন করা হলো।

তালিকা বিশ্লেষণে দেখা যায়, নাম পরিবর্তন করা ৬৮টি কলেজের মধ্যে ৬৬টি শেখ পরিবারের নামে ছিল। এর মধ্যে ৩৭টিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম ছিল। শেখ ফজিলাতুননেছা মুজিবের নাম ছিল ১৬টি কলেজে। এছাড়া শেখ হাসিনার নামে ছিল ৫টি, শেখ রাসেল এবং আব্দুর রব সেরনিয়াবতের নামে দুটি কলেজ ছিল।

শেখ হাসিনার ভাই শেখ কামাল, দাদা শেখ লুৎফর রহমান, শেখ আবু নাসের, শেখ হেলাল উদ্দীনের নামে একটি করে কলেজ ছিল। অন্যদিকে শেখ পরিবারের বাইরে বীর মুক্তিযোদ্ধা রহমত আলী ও জাতীয় চার নেতার একজন তাজউদ্দীন আহমেদের নামে থাকা দুটি কলেজের নামও পরিবর্তন করা হয়েছে।

এর আগে অন্তর্বর্তী সরকার শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে থাকা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে তাদের নাম বাদ দিয়েছে। শেখ পরিবারের নামে থাকা ১৩টি বিশ্ববিদ্যালয়ের নামও পরিবর্তন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শেখ মুজিবুর রহমানের নামে ১০টি, শেখ ফজিলাতুননেছা মুজিবের নামে একটি, শেখ হাসিনার নামে একটি এবং মুজিবনগর নামে একটি বিশ্ববিদ্যালয় ছিল।

নাম পরিবর্তন করা ৬৮ কলেজের তালিকা দেখতে এখানে ক্লিক করুন। (পিডিএফ আছে)

এএএইচ/ইএ/জিকেএস

Read Entire Article