শেখ মুজিবের ভাষণ প্রচার করায় বেধড়ক পেটুনি, মাইক ভাঙচুর

3 days ago 8

ঝিনাইদহের কালীগঞ্জে স্বাধীনতা দিবসে মাইকে শেখ মুজিবের ভাষণ প্রচার করায় বিক্ষুব্ধ ছাত্র-জনতা হামলা চালিয়ে মাইক ভাঙচুর করেছে। এ সময় মুক্তিযোদ্ধা সংসদ ভবনের কেয়ারটেকার সাগর হোসেন নামে একজন আহত ও মাইকের কিছু অংশ নিয়ে গেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

বুধবার (২৬ মার্চ) সকাল ৯টার দিকে শহরের মুক্তিযোদ্ধা সংসদ ভবনে মাইকে শেখ মুজিবের ভাষণ বাজালে এ ঘটনা ঘটে। 

কালীগঞ্জ শহরের দেশ মাইক অ্যান্ড অডিও প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ইয়াকুব আলী জানান, সকালে মুক্তিযোদ্ধা লিয়াকত আলী এক হাজার টাকা ভাড়ায় একটি মাইক সেট মুক্তিযোদ্ধা ভবনে নিয়ে যায়। তিনি শুনেছেন, ওই ভবনের কেয়ার টেকার সাগর হোসেন মাইকে শেখ মুজিবের ভাষণ বাজাচ্ছিলেন। এ সময় স্থানীয় কয়েকজন তাকে নিষেধও করে। কিন্তু এরপরও মুজিবের ভাষণ চলতে থাকে। মাইকে এমন ভাষণ প্রচার শুনতে পেয়ে বিক্ষুব্ধ ছাত্র-জনতা সকাল ৯টার দিকে মিছিল নিয়ে ওই ভবনে হামলা চালায়। তারা কেয়ারটেকার সাগর হোসেনকে মারপিট করে এবং মাইক ভাঙচুর করে মাইকের হরেন নিয়ে যায়। 

এ বিষয়ে মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন জানান, যেকোনো প্রোগ্রাম তিনিই মাইক ভাড়া করে থাকেন। আজও তিনি মাইক ভাড়া করেছিলেন এবং সাগরকে দেশাত্মবোধক গান বাজানোর জন্য নির্দেশ দিয়েছিলেন। মুজিবের ভাষণ বাজানোর বিষয়ে তিনি কিছুই জানেন না বলে জানান।  

কালীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হেলাল উদ্দিন জানান, হামলা বা মারপিটের ঘটনার বিষয়টি তিনি কিছুই জানেন না। কেয়ার টেকার সাগর তাকে ভাষণ প্রচার নিয়ে কিছুই বলেনি। কেউ বা দুষ্ট চক্র তাদের ভাবমূর্তি নষ্ট করতে এমন ঘটনা ঘটাতে পারে। 

কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার জানান, এমন একটা ঘটনা শুনেছি কিন্তু থানায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 
 

Read Entire Article