‘শেখ হাসিনা দুপুরের খাবারও খেয়ে যেতে পারেনি’

2 months ago 6

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ মে) রাতে রোকন উদ্দিন বাবুল আনোয়ারা বেগম কৃষি কলেজে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম শফিক (সাবেক ভিপি)। সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি রোকন উদ্দিন বাবুল।

সম্মেলনে শফিক বলেন, ‘স্বৈরাচার শেখ হাসিনা দুপুরের খাবার খেয়ে যেতে পারেনি। জনগণের আন্দোলনের মুখে তাকে ভারতে পালাতে হয়েছে। তিনি আরও বলেন, কৃষকদের অধিকার, তাদের ন্যায্য দাবি আদায় এবং বিএনপির আদর্শ বাস্তবায়নের ক্ষেত্রে কৃষক দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

অনুষ্ঠানে শফিক কৃষকদের ভবিষ্যৎ আন্দোলন সংগ্রামের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, ‘আজকের সম্মেলন শুধু কৃষকদের অধিকার আদায়ের লক্ষ্যে নয়, এটি আমাদের দলের অঙ্গীকারেরও প্রকাশ। কৃষক দল ও বিএনপি একসঙ্গে কাজ করে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

সম্মেলনটি স্থানীয় নেতাকর্মীদের বিপুল অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে এবং নতুন নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে কৃষক দলের সাংগঠনিক ভিত্তিকে আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

রোকন উদ্দিন বাবুল বলেন, ‘ষড়যন্ত্র করে কোনো লাভ নেই। জনগণের ভোটে বিএনপি আবারও ক্ষমতায় আসবে। কৃষি ও কৃষকের উন্নয়নে আমাদের নানামুখী পরিকল্পনা রয়েছে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসলে এই পরিকল্পনাগুলি বাস্তবায়ন করা হবে।’

এ ছাড়া কালীগঞ্জ উপজেলা কৃষক দলের নতুন কমিটি ঘোষণা করেন জেলা সভাপতি নুরুন্নবী মোস্তফা। নতুন কমিটিতে সভাপতি হয়েছেন রফিকুল ইসলাম, সহ-সভাপতি হয়েছেন মাহ আলম, সাধারণ সম্পাদক হয়েছেন মমিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মিলন ও সাংগঠনিক সম্পাদক হয়েছেন বকুল।

Read Entire Article