শেখ হাসিনাকে নিয়ে আলোচনা হয়েছে তবে এ বিষয়ে আর কিছু বলা সম্ভব নয় : বিক্রম মিশ্রি

6 days ago 9
ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর প্রথমবারের মতো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে, বিমসটেক সম্মেলনের ফাঁকে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। এটি ছিল বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথম বৈঠক, যেখানে নরেন্দ্র মোদি এবং ড. ইউনূস পরস্পরের সঙ্গে আলোচনা করেন। ভারতের বার্তা সংস্থা এএনআই সূত্রে জানা গেছে, বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানান, শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে আর কিছু বলা সম্ভব নয়। বিক্রম মিশ্রি আরও জানান, বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশে গণতন্ত্র, স্থিতিশীলতা, শান্তিপূর্ণ পরিবেশ, প্রগতি এবং অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, ভারত চায় বাংলাদেশ সঙ্গে একটি ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ে তুলতে। বিক্রম মিশ্রি বলেন, মোদি আরও আহ্বান জানিয়েছেন, পরিবেশের ক্ষতি করে এমন যে কোনো বক্তব্য এড়িয়ে চলাই ভালো। সীমান্ত সুরক্ষা ও নিরাপত্তা বজায় রাখার জন্য আইনের কঠোর প্রয়োগ এবং অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধ করা প্রয়োজন। বাংলাদেশের হিন্দুসহ সংখ্যালঘুদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে ভারতের উদ্বেগের কথাও তুলে ধরা হয়েছে।
Read Entire Article