২০২৪ সালের ৫ আগস্ট। সকালের দিল্লি জানত না, বিকেল গড়িয়ে যেতেই শেখ হাসিনা হঠাৎ ভারতের বুকে এসে পড়বেন, মাথায় আশ্রয়ের মিনতি নিয়ে। বৃষ্টিস্নাত রাইসিনা হিলসের পেছনে সেই সকালের ব্যস্ততা ছিল কেবল মনসুন অধিবেশনের বিল পাস করানোর তাগিদে। অথচ এই দিনটিই পরিণত হয় ইতিহাসের এক মোড় ঘোরানো সন্ধিক্ষণে।
পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ—এই... বিস্তারিত