শেখ হাসিনার গ্রাফিতি ‌‘ঘৃণাস্তম্ভ’ হিসেবে ঘোষণা করা হবে

1 week ago 11

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার গ্রাফিতিকে ‘ঘৃণাস্তম্ভ’ হিসেবে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম।

রোববার (২৯ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে আয়োজিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনার গ্রাফিতিটি মুছে ফেলার বিষয়ে জানতে চাইলে ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার বলেন, একটি ভুল বোঝাবুঝি থেকে গ্রাফিতিটি মুছে ফেলা হয়েছিল। তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ওনারা ওই গ্রাফিতিটি আবার নতুন করে করবেন। শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয় আইনের বলে জুলাই বিপ্লবে শেখ হাসিনার গ্রাফিতিসহ ক্যাম্পাসে যতগুলো স্মৃতি স্মারক রয়েছে সেগুলো সংরক্ষণ করা হবে।

আরও পড়ুন

এমইউ/এএমএ/জেআইএম

Read Entire Article