বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিগত ১৭ বছরে সারা দেশে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছেন। অনেকে পঙ্গুত্ব বরণ, জেল-জুলুমসহ নানাভাবে ত্যাগ স্বীকার করেছেন। এর একটি মাত্র কারণ ছিল ভোট ও রাজনৈতিক অধিকার ফিরিয়ে আনা। এত আত্মত্যাগের বিনিময়ে দেশ আজ স্বৈরাচারমুক্ত। এ স্বৈরাচারের বিরুদ্ধে দেশের সব মানুষ দল ও মতের ঊর্ধ্বে উঠে একত্রিত হয়েছিল। যারা দেশের মানুষগুলোকে হত্যা করেছিল তাদের অবশ্যই বিচার করতে হবে। গুম খুনের নেত্রী শেখ হাসিনার বিচার না হলে ভবিষ্যতে নতুন স্বৈরাচাররা উৎসাহিত হবে।
বুধবার (০৫ ফেব্রুয়ারি) ফেনীর সোনাগাজীতে র্যাবের ক্রসফায়ারে নিহত যুবদল নেতা মাসুদের পরিবারের কাছে নতুর ঘরের চাবি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।
তারেক রহমান আরও বলেন, পালিয়ে যাওয়া স্বৈচারচারকে বিচারের মুখোমুখি করতে হবে। তাকে কোনোভাবে ছাড়া যাবে না। ভবিষ্যতে যারা এদেশের মানুষ সঠিক বিচার পায়। নির্ভয়ে রাস্তায় চলতে পারে। আইনের শাসন প্রতিষ্ঠিত হয় সে জন্য বিএনপি কাজ করবে। আমরা বাংলাদেশের প্রতিটি মানুষকে তাদের অধিকার ফিরিয়ে দেব। শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে গড়ে তুলতে হবে। যদি বিএনপি দেশ পরিচালনার সুযোগ পায় তবে শহীদের স্বপ্নের দেশ গড়ে তোলা হবে।
অন্তর্বর্তী সরকার প্রসঙ্গে তিনি বলেন, সংস্কার নিয়ে যারা কথা বলছেন তাদের আচরণে সন্দেহ হয়। সংস্কারের জিকির তুলে অযথা সময় ক্ষেপণ করা হচ্ছে। আমরা প্রত্যাশা করি দ্রুত সংস্কার শেষ করে জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার কাজ করবে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, আব্দুল আউয়াল মিন্টু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক, অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামিম, সহসাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ ও বিজ্ঞান প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।
এ ছাড়া গ্রাম-সরকারবিষয়ক সম্পাদক বেলাল আহমদ, সহপ্রশিক্ষণবিষয়ক সম্পাদক রেহানা আক্তার রানু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মামুনুর রাশিদ মামুন,আবদুল লতিফ জনি, এডভোকেট মেজবাহ উদ্দিন খাঁন, মশিউর রহমান বিপ্লব, অ্যাডভোকেট শাহানা আক্তার শানু, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মমিন মিথুন, ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার,সদস্য সচিব আলাল উদ্দিন আলালসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।