শেখ হাসিনার মৃত্যুর খবর, যা জানা গেল

2 days ago 9

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। তবে রিউমার স্ক্যানার বলছে, শেখ হাসিনার মারা যাওয়ার এ দাবিটি মিথ্যা। 

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেয় সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এরপর থেকে ইন্টারনেটে ধারাবাহিকভাবে তার সম্পর্কে নানা তথ্য প্রচার হয়ে আসছে৷ এরই প্রেক্ষিতে গত ৩০ জানুয়ারি থেকে ‘শেখ হাসিনা আজ রাত ভারতের সময় ২টা ৩০ মিনিটে মারা যান’ শীর্ষক একটি দাবি সামাজিক মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে৷ 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শেখ হাসিনার মারা যাওয়ার দাবিটি সঠিক নয়৷ কোনো ধরনের তথ্য-প্রমাণ ছাড়া দাবিটি প্রচার করা হচ্ছে। 

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত ফেসবুক পোস্টগুলো পর্যবেক্ষণ করে দেখা যায়, সর্বপ্রথম পোস্টটি গত ৩০ জানুয়ারি প্রকাশ করা হয়। তবে, পোস্টগুলোতে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র উল্লেখ করা হয়নি৷

পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে গত ৩০ জানুয়ারি থেকে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করা হয়। দলটির বিভিন্ন কার্যক্রমের তথ্য প্রচার করা হলেও শেখ হাসিনার মৃত্যুর দাবি সংক্রান্ত কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি৷

এছাড়া, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ভেরিফাইড ফেসবুক পেজ ও এক্স অ্যাকাউন্ট এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের এক্স অ্যাকাউন্ট যাচাই করে শেখ হাসিনার মৃত্যুর বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি৷ 

স্বাভাবিকভাবে একটি দেশের একজন সাবেক প্রধানমন্ত্রী মারা গেলে তা সে দেশের এবং আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচার করা হয়। প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমে কিংবা সংশ্লিষ্ট কোনো সূত্রে শেখ হাসিনার মৃত্যুর কোনো সংবাদ পাওয়া যায়নি৷ 

সুতরাং, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুর দাবিটি সম্পূর্ণ মিথ্যা৷

Read Entire Article