শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার হলদীগ্রাম থেকে চোরাই পথে আনা ২৭৬ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি।
সোমবার (৩০ জুন) দুপুরে বিজিবির ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শেরপুরের হলদীগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে চোরাকারবারিরা অভিনব কায়দায় ভারতীয় মদ পাচারের চেষ্টা করে। গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) হলদীগ্রাম বিওপির টহলরত বিজিবি জওয়ানরা সোমবার ভোর সাড়ে ৪টার দিকে অভিযান চালিয়ে ২৭৬ বোতল ভারতীয় মদ জব্দ করে। জব্দকৃত ভারত থেকে চোরাই পথে আনা মদের আনুমানিক মূল্য ৪ লাখ ১৪ হাজার টাকা।
অভিযানকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারি দলের সদস্যরা চোরাই মালামাল ফেলে দৌড়ে এদিক-সেদিক ছুটে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান পিপিএম জানান, ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যে কোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে আসছে।
উমর ফারুক সেলিম/এমআরএম