শেরপুরে জামায়াত প্রার্থীর গণসংযোগ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা দবিবুর রহমান আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর, ২০২৫) সকালে শেরপুর পৌরসভা এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন। পৌর শহরের বাসস্ট্যান্ড ও শেরপুর হাট এলাকায় শহর জামায়াতের উদ্যোগে এই গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। গণসংযোগকালে মাওলানা দবিবুর রহমান দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যান এবং শুভেচ্ছা বিনিময় করেন। তিনি ভোটারদের হাতে লিফলেট তুলে দেন এবং আগামীতে নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ও জনকল্যাণমূলক বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, "শেরপুর-ধুনট এলাকার মানুষ দীর্ঘদিন ধরে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। সুষম উন্নয়ন না হওয়ায় সাধারণ মানুষ আজও মৌলিক চাহিদা পূরণে হিমশিম খাচ্ছে। আমি আপনাদের কাছে এসেছি পরিবর্তন আনতে। একটি সুখী, সমৃদ্ধ ও উন্নত সমাজ গড়তে সকলের দোয়া ও সমর্থন কামনা করছি।" ভোটারদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে মাওলানা দবিবুর রহমান বলেন,ইসলামী আন্দোলনই পারে সমাজে শান্তি
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা দবিবুর রহমান আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর, ২০২৫) সকালে শেরপুর পৌরসভা এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন।
পৌর শহরের বাসস্ট্যান্ড ও শেরপুর হাট এলাকায় শহর জামায়াতের উদ্যোগে এই গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। গণসংযোগকালে মাওলানা দবিবুর রহমান দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যান এবং শুভেচ্ছা বিনিময় করেন। তিনি ভোটারদের হাতে লিফলেট তুলে দেন এবং আগামীতে নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ও জনকল্যাণমূলক বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, "শেরপুর-ধুনট এলাকার মানুষ দীর্ঘদিন ধরে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। সুষম উন্নয়ন না হওয়ায় সাধারণ মানুষ আজও মৌলিক চাহিদা পূরণে হিমশিম খাচ্ছে। আমি আপনাদের কাছে এসেছি পরিবর্তন আনতে। একটি সুখী, সমৃদ্ধ ও উন্নত সমাজ গড়তে সকলের দোয়া ও সমর্থন কামনা করছি।"
ভোটারদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে মাওলানা দবিবুর রহমান বলেন,ইসলামী আন্দোলনই পারে সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা করতে। আমরা যদি নির্বাচিত হই, তবে এই এলাকায় শিক্ষার মান উন্নয়ন, স্বাস্থ্যসেবার সহজলভ্যতা এবং কৃষিভিত্তিক অর্থনীতিকে শক্তিশালী করার জন্য সুদূরপ্রসারী পদক্ষেপ নেব। বিশেষভাবে, যুবকদের কর্মসংস্থান এবং দুর্নীতিমুক্ত প্রশাসন প্রতিষ্ঠা করাই হবে আমার প্রধান লক্ষ্য। আমি বিশ্বাস করি, জামায়াতে ইসলামী একটি আদর্শিক পরিবর্তনের ডাক নিয়ে জনগণের সামনে এসেছে। আপনারা আমাকে সুযোগ দিন, ইনশাআল্লাহ আমি আপনাদের আস্থার প্রতিদান দেব। তিনি আরও যোগ করেন, ভোট জনগণের আমানত।
আপনারা ভেবেচিন্তে এমন প্রার্থীকে ভোট দিন, যিনি মানুষের কল্যাণে কাজ করবেন এবং যিনি আল্লাহকে ভয় করেন। এসময় উপস্থিত ছিলেন শেরপুর পৌর জামায়াতের আমীর আব্দুল খালেক সরকার, সেক্রেটারি হেদায়েতুল ইসলাম, যুব বিভাগের সভাপতি আবু তালহা, সেক্রেটারি মনিরুজ্জামানসহ যুব ও পৌর জামায়াতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ ভোটারদের কাছে প্রার্থীর জন্য ভোট চাওয়ার পাশাপাশি আগামী নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
What's Your Reaction?