শেরপুরে ভিডিও করতে গিয়ে বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে চা দোকানী নিহত

শেরপুরের শ্রীবরদীতে বন্যহাতির ভিডিও করতে গিয়ে হাতির পায়ে পিষ্ট হয়ে এক চা দোকানী নিহত হয়েছেন। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার বালিজুরী রেঞ্জের মালাকোচা বিটের মালাকোচা-সোনাঝুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওমর ফারুক (৪০) পার্শ্ববর্তী ঝিনাইগাতী উপজেলার ফাকরাবাদ এলাকার সুরুজ আলীর ছেলে। স্থানীয়রা জানান, শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী মালাকোচা-সোনাঝুড়ি এলাকায় ২৫-৩০টি বন্যহাতির একটি দল লোকালয়ে নেমে আসে। এ সময় বন্যহাতি দেখতে উৎসুক মানুষ ভিড় করেন। কিন্তু ফারুক হাতির ভিডিও করতে কাছে গেলে একটি হাতি তাকে ধাওয়া দিয়ে শুঁড় দিয়ে পেঁচিয়ে পায়ে পিষ্ট করে। পরে আশপাশের লোকজন হৈ-হুল্লোড় ও মশাল জ্বালিয়ে হাতির দলকে তাড়িয়ে দিয়ে গুরুতর আহত অবস্থায় ফারুককে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়মনসিংহ বনবিভাগের বালিজুড়ি রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. সুমন মিয়া বলেন, হাতি থাকাকালীন সময়ে সীমান্ত সড়ক দিয়ে সাবধানসহিত চলাচল এবং কোন ব্যক্তি বা কন্টেন্ট ক্রিয়েটর সংরক্ষিত বনে ঢুকে হাতির ভিডিও না করার জন্য অনুরোধ জানাচ্ছি। কেউ যদি হাতিসহ বন্যপ্রাণীদের বিরক্ত করে,

শেরপুরে ভিডিও করতে গিয়ে বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে চা দোকানী নিহত

শেরপুরের শ্রীবরদীতে বন্যহাতির ভিডিও করতে গিয়ে হাতির পায়ে পিষ্ট হয়ে এক চা দোকানী নিহত হয়েছেন। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার বালিজুরী রেঞ্জের মালাকোচা বিটের মালাকোচা-সোনাঝুড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওমর ফারুক (৪০) পার্শ্ববর্তী ঝিনাইগাতী উপজেলার ফাকরাবাদ এলাকার সুরুজ আলীর ছেলে।

স্থানীয়রা জানান, শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী মালাকোচা-সোনাঝুড়ি এলাকায় ২৫-৩০টি বন্যহাতির একটি দল লোকালয়ে নেমে আসে। এ সময় বন্যহাতি দেখতে উৎসুক মানুষ ভিড় করেন। কিন্তু ফারুক হাতির ভিডিও করতে কাছে গেলে একটি হাতি তাকে ধাওয়া দিয়ে শুঁড় দিয়ে পেঁচিয়ে পায়ে পিষ্ট করে। পরে আশপাশের লোকজন হৈ-হুল্লোড় ও মশাল জ্বালিয়ে হাতির দলকে তাড়িয়ে দিয়ে গুরুতর আহত অবস্থায় ফারুককে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহ বনবিভাগের বালিজুড়ি রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. সুমন মিয়া বলেন, হাতি থাকাকালীন সময়ে সীমান্ত সড়ক দিয়ে সাবধানসহিত চলাচল এবং কোন ব্যক্তি বা কন্টেন্ট ক্রিয়েটর সংরক্ষিত বনে ঢুকে হাতির ভিডিও না করার জন্য অনুরোধ জানাচ্ছি। কেউ যদি হাতিসহ বন্যপ্রাণীদের বিরক্ত করে, তাহলে তাদের বিরুদ্ধে বন ও বন্যপ্রাণী আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, হাতির আক্রমণে কোনো ব্যক্তি মারা গেলে বা কৃষকের ফসল নষ্ট হলে সেক্ষেত্রে বাংলাদেশ বনবিভাগ কর্তৃক ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ দেওয়া হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow