‘শেষ ঠিকানার কারিগর’ মনু মিয়া। পরম দরদ আর অপার ভালোবাসা দিয়ে তিনি সাজান মুসলিম সম্প্রদায়ের শেষ ঠিকানা-কবর। কারও মৃত্যু সংবাদ কানে আসা মাত্রই ঘোড়ার পিঠে চড়ে খুন্তি-কোদাল হাতে দূর দূরান্তে ছুটতেন মনু মিয়া। কিন্তু হঠাৎ একদিন তার ঘোড়াটিকে বল্লম দিয়ে খুঁচিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এতে ৬৭ বছরের প্রবীণ এই গোরখোদক মানসিক ভাবে একেবারেই ভেঙে পড়েন।
শনিবার (২৮ জুন) সকাল ১০টায় সেই শোক... বিস্তারিত