শেষ ওভারের নাটকীয়তার পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

1 hour ago 4

শেষ ওভারে তৈরি হলো দারুণ এক নাটকীয়তা। জয়ের জন্য রান প্রয়োজন ৫টি। প্রথম বলেই বাউন্ডারি মেরে দিলেন জাকের আলি অনিক। ৫ বলে প্রয়োজন আর ১ রান। কিন্তু বিধিবাম, দ্বিতীয় বলেই শানাকার স্লোয়ার অফকাটারে বোল্ড জাকের।

তৃতীয় বল মোকাবিলা করতে নামলেন শেখ মেহেদী। কোনো রান নিতে পারলেন না। হাই বাউন্সে আসা চতুর্থ বলটিতে পুল করতে চেয়েছিলেন মেহেদী। কিন্তু সেটি গিয়ে সোজা আশ্রয় নেয় উইকেটরক্ষকের গ্লাভসে। জোরালো আবেদনে সাড়া দেননি আম্পায়ার। কাল বিলম্ব না করেই রিভিউ চেয়ে বসেন লঙ্কান বোলার দাসুন শানাকা। রিভিউতে দেখা যায় বল মেহেদীর ব্যাট ছুঁয়ে গেছে বলটি। সুতরাং, আউট।

চরম নাটকীয়তা জমে ওঠে তখন। ২ বলে প্রয়োজন ১ রান। নাসুম আহমেদ ব্যাট হাতে নামেন এ সময়। এবার শানাকার কাছ থেকে অনায়াসেই সিঙ্গেলস বের করে নিয়ে বাংলাদেশ দলকে জয় উপহার দিলেন নাসুম আহমেদ।

সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেটের ব্যবধানে হারিয়ে ফাইনালের পথে একধাপ এগিয়ে থাকলো টাইগাররা। বল বাকি ছিল ১টি।

১৬৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুর্দান্ত ব্যাট করেন সাইফ হাসান এবং তাওহিদ হৃদয়। ৬১ রান করেন সাইফ হাসান ও ৫৮ রান করেন তাওহিদ হৃদয়।

বিস্তারিত আসছে...

আইএইচএস/এমকেআর

Read Entire Article