শেষ চিঠি
বহুদিন পর তোমার সঙ্গে দেখা হবে আবার। তুমি অপেক্ষা করো আমাদের সেই প্রিয় ছাতিমগাছটার কাছে। আমি আসব ওই অন্ধকার নীল শাড়িতে। চোখে আঁকব তোমার অপেক্ষার কাজল। আমার জন্য একগুচ্ছ লাল রঙ্গন এনো সঙ্গে। আলগা হাত খোঁপায় লাল ফুল তোমার ভালো লাগে জানি। তোমার জন্য নিয়ে যাব ফুরিয়ে যেতে যেতেও রয়ে যাওয়া আমার প্রিয় আতরের শিশি।
বহুদিন পর তোমার সঙ্গে দেখা হবে আবার। তুমি অপেক্ষা করো আমাদের সেই প্রিয় ছাতিমগাছটার কাছে। আমি আসব ওই অন্ধকার নীল শাড়িতে। চোখে আঁকব তোমার অপেক্ষার কাজল। আমার জন্য একগুচ্ছ লাল রঙ্গন এনো সঙ্গে। আলগা হাত খোঁপায় লাল ফুল তোমার ভালো লাগে জানি। তোমার জন্য নিয়ে যাব ফুরিয়ে যেতে যেতেও রয়ে যাওয়া আমার প্রিয় আতরের শিশি।