কয়েকদিন আগে ম্যানসিটিকে হারিয়ে ৯ পয়েন্টের ব্যবধান বাড়িয়ে শীর্ষে শক্ত অবস্থান নেয় লিভারপুল। বুধবার শেষ দিকে নিউক্যাসেল ইউনাইটেডের কাছে গোল খেয়ে সেটা কমে দাঁড়ালো সাত পয়েন্টে। সেন্ট জেমস পার্কে ৩-৩ গোলে ড্র করেছে অলরেডরা।
নিউক্যাসেল দুইবার লিড নিলেও মোহাম্মদ সালাহর জোড়া গোলে আর্নে স্লট আরেকটি জয়ের সুবাস পেতে থাকে। কিন্তু ৯০তম মিনিটে লিভারপুল কিপার কাওয়িমহিন কেলেহারের অনাকাঙ্ক্ষিত ভুলের মাশুল দিতে... বিস্তারিত