বিশ্ব অ্যাথলেটিকসের শেষ দিন। বৃষ্টিভেজা টোকিওর আকাশ, ভিজে যাওয়া ট্র্যাক, গ্যালারিতে হাজারো দর্শকের গর্জন-সব মিলিয়ে যেন এক মহাকাব্যিক মঞ্চ! সেই মঞ্চেই গতকাল রোববার যুক্তরাষ্ট্রের মেয়েরা লিখে দিল নতুন ইতিহাস। মহিলাদের ৪x৪০০ মিটার রিলেতে তারা ছুটল এমন দৌড়, যা থামলো শুধু রেকর্ডে গিয়ে। সময় ৩ মিনিট ১৬.৬১ সেকেন্ড-বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের নতুন অধ্যায়। দ্বিতীয় স্থানে থাকা জামাইকার সময় ৩:১৯.২৫,... বিস্তারিত