ঢাকার দর্জিপাড়া মানেই ঈদের আগে টানা কাজের ধুম। সারা বছর তেমন ব্যস্ততা না থাকলেও রমজান মাসের শেষ দশ দিন এই এলাকায় যেন দিন-রাতের ফারাক মুছে যায়। রাত যত বাড়ে, দর্জিদের ব্যস্ততা ততই বেড়ে চলে। সেলাই মেশিনের অবিরাম শব্দ, ফ্যাশনপ্রেমীদের শেষ মুহূর্তের পোশাক ট্রায়াল, আর দর্জিদের অবিরাম ব্যস্ততায় দর্জিপাড়ায় তৈরি হয় এক ভিন্নমাত্রার ঈদ উৎসব।
ঈদের দুই-তিন সপ্তাহ আগে শুরু হয় দর্জিদের মূল ব্যস্ততা। পুরান... বিস্তারিত