সেল্টিকের বিপক্ষে ঘরের মাঠে ঘাম ছুটলো বায়ার্ন মিউনিখের। চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফের দ্বিতীয় লেগে মঙ্গলবার তারা পিছিয়ে পড়েছিল। শেষ পর্যন্ত ইনজুরি টাইমের চতুর্থ মিনিটে আলফান্সো ডেভিসের সমতাসূচক গোলে সেরা ষোলোতে জার্মানরা।
এদিকে ফেনুর্দ রটারডাম শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে এসি মিলানকে বিদায় করে। দ্বিতীয় লেগে ইতালিয়ানদের মাঠে ড্র করেছে তারা।
বিস্তারিত আসছে... বিস্তারিত