স্প্যাশি কোপা ডেল রে-তে কোয়ার্টার ফাইনালে শেষ মুহূর্তের গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। স্বাগতিক লেগানেসকে ৩-২ গোলে হারিয়ে সেমিফাইনালে চলে গেছে সফরকারীরা। ২-২ সমতায় থাকার পর ৯৩ মিনিটে ম্যাচের ভাগ্যনির্ধারণী গোলটি করেন ২০ বছর বয়সী স্ট্রাইকার গঞ্জালো গার্সিয়া।
গতকাল বুধবার বাটারকু স্টেডিয়ামে লুকা মদ্রিচ ও এনদ্রিক প্রথমার্ধেই রিয়াল মাদ্রিদকে দুই গোলের লিড এনে দেন। তবে ৩৯ মিনিটে রিয়াল ডিফেন্ডার জাকোবো রামনের হ্যান্ডবলের কারণে পেনাল্টি থেকে লেগানেসের হুয়ান ক্রুজ গোল করে ব্যবধান কমান।
৫৯তম মিনিটে ক্রুজের একটি ডিফ্লেক্টেড শট ম্যাচে সমতা আনলেও ৯৩তম মিনিটে বদলি খেলোয়াড় ব্রাহিম দিয়াজের ক্রস থেকে অসাধারণ হেডে গোল করে রিয়ালকে জয়ের স্বাদ নেওয়ার সুযোগ করে দেন গার্সিয়া।
আগামী শনিবার লা লিগায় পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানধারী আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচ এবং পরবর্তী সপ্তাহে ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফ ম্যাচ আছে রিয়ালের। যে কারণে বুধবার রাতের ম্যাচে কিলিয়ান এমবাপে, জুড বেলিংহাম ও থিবো কুর্তোয়ার মতো মূল খেলোয়াড়দের বিশ্রাম দিয়েছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি।
রিয়ালের অন্যতম ডিফেন্ডার দানি কারভাহাল এ মৌসুমে এসিএল ইনজুরিতে মাঠের বাইরে আছেন। সেরা তিন সেন্টার-ব্যাক এডার মিলিতাও, আন্তোনিও রুডিগার ও ডেভিড আলাবা ইনজুরিতে থাকায় আনচেলত্তি ২০ বছর বয়সী জাকোবো রামনকে প্রথমবারের মতো সিনিয়র দলে সুযোগ দিয়েছেন। তার সঙ্গে ছিলেন একাডেমির আরেক খেলোয়াড় রাউল আসেনসিও।
রিয়ালের তরুণ ডিফেন্ডাররা শুরুতে কিছুতে ধুঁকেছেন। তাদের দুর্বলতার সুযোগে লেগানেসের ডিয়েগো গার্সিয়া ও অস্কার রদ্রিগেজ গোলের দুটি সুযোগ তৈরি করেন। তবে গোলরক্ষক আন্দ্রে লুনিন দুটি চমৎকার সেভ দিয়ে প্রতিপক্ষকে গোলবঞ্চিত রাখেন।
রিয়ালের ব্রাজিলিয়ান তরুণ এনদ্রিক নিয়মিত আক্রমণ লেগানেসের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ান। যদিও ১৩তম মিনিটে একটি সহজ সুযোগ নষ্ট করেন তিনি।
১৭তম মিনিটে মদ্রিচ বক্সের ভেতর থেকে দারুণ ফিনিশিংয়ে গোল করেন। ২৫তম মিনিটে কাছ থেকে রিবাউন্ড শটে গোল করেন এনদ্রিক। এতে ২-০ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল।
ম্যাচে রিয়ালের নিয়ন্ত্রণ থাকা সত্ত্বেও ৩৯ মিনিটে রামনের (হ্যান্ডবল) ভুলে লেগানেস একটি পেনাল্টি পায়। রিয়াল গোলরক্ষক লুনিনের নাগালের বাইরে একটি নিচু শটে স্কোর করেন লেগানেসের ক্রুজ।
বিরতির পর ভিনিসিয়ুস জুনিয়রকে মাঠে নামান আনচেলত্তি। তবে ব্রাজিলিয়ান তারকা একটি সহজ সুযোগ মিস করেন। এরপর এনদ্রিকও আরেকটি দারুণ সুযোগ নষ্ট করেন। ৫৯ মিনিটে ক্রুজ একটি ডিফ্লেক্টেড শটে লুনিনকে বোকা বানিয়ে ম্যাচে সমতা আনেন। বলটি ধীরে ধীরে গোললাইন অতিক্রম করে।
৯৩ মিনিটে জয়সূচক গোলটি পায় রিয়াল। দিয়াজ ডান দিক দিয়ে দৌড়ে এসে একটি ক্রস দেন। অসাধারণ হেডে রিয়ালের সিনিয়র দলে প্রথম গোল করেন গার্সিয়া। যার ফলশ্রুতিতে সেমিতে পৌঁছে যায় রিয়াল।
এমএইচ/