শেষ মুহূর্তের ধাক্কায় নেপালের বিপক্ষে জয়ের হাসি হারাল বাংলাদেশ
জাতীয় স্টেডিয়ামে খেলা শেষ হওয়ার ঠিক আগে পর্যন্ত মনে হচ্ছিল, ২০২০ সালের সেই ১৩ নভেম্বরের পুনরাবৃত্তিই হতে যাচ্ছে—নেপালের বিপক্ষে জয়ের স্মৃতি ফিরবে বাংলাদেশে। কিন্তু ফুটবল বড়ই নির্মম খেলা। রেফারির শেষ বাঁশির আগে এক মুহূর্তের ভুলই উলটে দিল সবকিছু।
যোগ করা সময়ের তৃতীয় মিনিটে অনন্ত তামাংয়ের পায়ের ছোঁয়ায় জাল কাঁপে বাংলাদেশের, মুছে যায় জয়রেখা। শেষ পর্যন্ত ২–২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় হাভিয়ের কাবরেরার দলকে।
বাংলাদেশের পক্ষে দুই গোলই করেছেন হামজা চৌধুরী—প্রথমটি চোখ ধাঁধানো এক ওভারহেড কিকে, দ্বিতীয়টি ঠাণ্ডা মাথায় নেওয়া পানেনকা পেনাল্টিতে। কিন্তু তার অনবদ্য পারফরম্যান্সও শেষ পর্যন্ত দলকে জয় এনে দিতে পারেনি।
২০২০ সালের ১৩ নভেম্বরের পর থেকে নেপালের বিপক্ষে জয়বঞ্চিত বাংলাদেশ আজও সেই পরিসংখ্যান বদলাতে পারল না। পাচ বছর আগের সেই দিনে জয় এসেছিল ২–০ ব্যবধানে। আজ আবার ১৩ নভেম্বরেই জয় হাতছাড়া হলো শেষ মুহূর্তে।
প্রথমার্ধে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ—রোহিত চাঁদের নিচু শটে এগিয়ে যায় নেপাল (১–০)। বিরতির পর মাত্র এক মিনিটের ব্যবধানে বাংলাদেশ ফিরে আসে ম্যাচে। ফাহিমের ক্রস থেকে জামাল ভূঁইয়ার পাস পেয়ে ওভারহেড কিকে গোল করেন হামজা।
৪৮তম মিনিটে রাকিব হোসেন বক্সে ফাউল আদায় করলে পেনাল্টি পান বাংলাদেশ। স্পটকিক থেকে দুর্দান্ত পানেনকা শটে গোল করে দলকে ২–১ এগিয়ে দেন হামজা।
কিন্তু নির্ধারিত সময়ের শেষে ৯৩তম মিনিটেই ঘটে নাটকীয়তা। কর্নার থেকে আসা বলে অনন্ত তামাংয়ের পা ছুঁয়ে বল ঢুকে যায় জালে। সেই গোলেই সমতায় ফেরে নেপাল—আর থেমে যায় বাংলাদেশের জয়উল্লাস।
দ্বিতীয়ার্ধের মাঝপথে ছোটখাটো চোট পান হামজা চৌধুরী। তাঁকে মাঠ ছাড়তে হয় ৮০তম মিনিটে। উঠতে হয় ডাগআউটে আইসপ্যাক হাতে। তার বদলি হিসেবে প্রথমবারের মতো জাতীয় দলে অভিষেক হয় কিউবা মিচেলের।
কাবরেরার দল এরপর আর গোলের সুযোগ তৈরি করতে পারেনি। বরং শেষ মুহূর্তের চাপ সামলাতেই ব্যস্ত ছিল বাংলাদেশের রক্ষণ।
ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জয়ের বিশেষ মূল্য না থাকলেও, ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি হিসেবে ম্যাচটি ছিল গুরুত্বপূর্ণ। কাবরেরার একাদশে তিনটি পরিবর্তন, মাঠে দেখা গেছে নতুন সমন্বয়ের পরীক্ষা।
তবে আক্রমণে ধার ও ম্যাচ ম্যানেজমেন্ট—দুটো জায়গাতেই কাজ বাকি। জয় হাতছাড়া হলেও, ইতিবাচক দিক হামজা চৌধুরীর পারফরম্যান্স ও তরুণদের আত্মবিশ্বাসী উপস্থিতি।

2 hours ago
7







English (US) ·