শেষ ম্যাচ জিতেও লাভ হলো না ঢাকার

3 weeks ago 16

ঢাকার ক্রিকেটাররা আফসোসে পুড়তেই পারেন। বরিশালের সাথে শেষ ম্যাচ জিতেও লাভ হলো না সাইফ হাসান, রনি তালুকদার, শুভাগত হোম, তাইবুর রহমান, আরিফুল ইসলাম, জাওয়াদ আবরার ও সুমন খানদের। বৃহস্পতিবার ঢাকা ১৯ রানে হারিয়েছে বরিশালকে।

এবারের এনসিএল টি-টোয়েন্টি আসরে ঢাকা বিভাগের এটি ছিল তৃতীয় জয়। এতে করে ঢাকার পয়েন্ট দাঁড়ায় ৬। সমান খেলা শেষে সমান ৬ পয়েন্ট পেয়েছে চট্টগ্রাম বিভাগও। কিন্তু নেট রানরেট ভালো থাকায় ঢাকাকে (-০.৫৫২) পেছনে ফেলে শেষ চারে পৌঁছে গেছে চট্টগ্রাম (( ০.২২০)। ঢাকার স্থান হয়েছে পঞ্চম।

সংক্ষিপ্ত স্কোর
ঢাকা: ২০ ওভারে ১৭৮/১০ (জাওয়াদ আবার ৩২, রনি তালুকদার ০, সাইফ হাসান ১৭, আরিফুল ইসলাম ২৭, তাইবুর ১২, আশিকুর শিবলী ১২, শুভাগত হোম ১৪, সুমন খান ৩৬, নাজমুল অপু ২৩, রুয়েল মিয়া ২৩; জাহেদুল হক জেহাদ ৩/২৯, কামরুল ইসলাম রাব্বি ১/৩৪, মেহেদি হাসান ১/২৮)।
বরিশাল: ২০ ওভারে ১৫৯/৬ (আবদুল মজিদ ৯, ইফতিখার ইফতি ১০, ফজলে রাব্বি ১৫, সালমান হোসেন ইমন ৩০, মঈন খান ৩, সোহাগ গাজী ৩০ , কামরুল ইসলাম রাব্বি ২৩ বলে তিনটি করে চার-ছক্কায় অপরাজিত ৩৯; সাইফ হাসান ২/১৫, সুমন খান ২/৪৯, , শুভাগত হোম ১/১৫, তাইবুর ১/৩২)।

ফল: ঢাকা বিভাগ ১৯ রানে জয়ী।

এআরবি/এমএমআর/এএসএম

Read Entire Article