শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জিতলো বাংলাদেশ

সিরিজে ছিল ১-১ সমতা। ফলে অনূর্ধ্ব-১৭ দলের শেষ ওয়ানডেটি পরিণত হয়েছিল অঘোষিত ফাইনালে। চট্টগ্রামে সে ম্যাচে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। দারুণ বোলিংয়ে শ্রীলঙ্কাকে ৪৫.১ ওভারে ১৭৯ রানেই গুটিয়ে দিয়েছিল বাংলাদেশের কিশোররা। লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ৬৬ রান করেন সানুল ওয়েরারাত্নে। বাংলাদেশের পেসার আকাশ ২১ রান খরচায় নেন ৪টি উইকেট। ১৮০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬৭ বল হাতে রেখেই জয় তুলে নেয় বাংলাদেশ। জারিফ করেন বল সমান ৫১। ৭৭ বলে ৫৪ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন আদ্রিত ঘোষ। শেষদিকে আকাশ রায় (৩৩) ও জুনায়েদ হোসেন অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন। এমএমআর

শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জিতলো বাংলাদেশ

সিরিজে ছিল ১-১ সমতা। ফলে অনূর্ধ্ব-১৭ দলের শেষ ওয়ানডেটি পরিণত হয়েছিল অঘোষিত ফাইনালে। চট্টগ্রামে সে ম্যাচে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ।

দারুণ বোলিংয়ে শ্রীলঙ্কাকে ৪৫.১ ওভারে ১৭৯ রানেই গুটিয়ে দিয়েছিল বাংলাদেশের কিশোররা। লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ৬৬ রান করেন সানুল ওয়েরারাত্নে।

বাংলাদেশের পেসার আকাশ ২১ রান খরচায় নেন ৪টি উইকেট।

১৮০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬৭ বল হাতে রেখেই জয় তুলে নেয় বাংলাদেশ। জারিফ করেন বল সমান ৫১। ৭৭ বলে ৫৪ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন আদ্রিত ঘোষ।

শেষদিকে আকাশ রায় (৩৩) ও জুনায়েদ হোসেন অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন।

এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow