শেষ রাউন্ড পর্যন্ত খেলতে পারবেন টেস্ট দলের ক্রিকেটাররা

2 days ago 9

প্রথমে কথা ছিল রবিন লিগের দশম রাউন্ডই শেষ। ১১ নম্বর বা শেষ রাউন্ড আর খেলা হবে না জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দলে ডাক পাওয়া ক্রিকেটারদের; কিন্তু বাতাস ঘুরে গেছে। সিদ্ধান্ত পাল্টে গেছে বোর্ডের। এখনকার খবর, প্রিমিয়ার ক্রিকেটের শেষ রাউন্ড পর্যন্ত খেলার সুযোগ পাবেন জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে ডাক পাওয়া ক্রিকেটাররা।

ঢাকার ক্লাব ক্রিকেটের আয়োজক, ব্যবস্থাপক কমিটি সিসিডিএম-এর কো অর্ডিনেটর রুবেল রোববার বিকেলে এ তথ্য নিশ্চিত করে জানান, নতুন সিদ্ধান্ত হয়েছে যে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দলে ডাক পাওয়া ক্রিকেটাররা প্রিমিয়ার ক্রিকেটের শেষ রাউন্ড পর্যন্ত খেলতে পারবেন এবং সেটা হচ্ছে মোহামেডান ও আবাহনীর আবেদনের প্রেক্ষিতে।

রুবেল আরও জানান, আবাহনী দুইদিন আগেই চিঠি দিয়েছে। আর মোহামেডান মৌখিক আবেদনের পাশাপাশি আজ চিঠি দিয়ে জানিয়েছে যে, ১২ এপ্রিল শেষ ম্যাচ পর্যন্ত তাদের ক্রিকেটারদের ফ্রি রাখতে, যাতে তারা আবাহনীর বিপক্ষে শেষ ম্যাচটি খেলতে পারে।

বলে রাখা ভাল, আগামী ১২ এপ্রিল লিগে নিজ নিজ শেষ ম্যাচে মুখোমুখি হবে আবাহনী ও মোহামেডান এবং দু’দলে যারা টেস্ট স্কোয়াডে ডাক পাবেন, তারা ওই ম্যাচ খেলে এরপর প্রথম টেস্টের ক্যাম্পে যোগ দেবেন।

এদিকে আগে বলা হয়েছিল, টেস্টের আগে সাদা বল থেকে লাল বলে খেলার জন্য অন্তত ৭ থেকে ৮টি প্র্যাকটিস সেশন জরুরি। তাই ১০ এপ্রিল শেষ ম্যাচের পরই টেস্ট ক্রিকেটারদের সিলেটে ক্যাম্পে যাওয়ার কথা বলা ছিল এবং ১১ এপ্রিল ক্রিকেটারদের সিলেট যাওয়ার পরিকল্পনা ও ব্যবস্থাও ছিল চূড়ান্ত।

তাতে করে ১২ থেকে ১৯ এপ্রিল ৮টি নেট সেশন পাওয়া যেত; কিন্তু এখন ১২ এপ্রিল শেষ পর্ব খেলে যাওয়া ক্রিকেটাররা ১৪ এপ্রিল বাংলা নববর্ষের দিন থেকে ৬টি প্র্যাকটিস সেশনের বেশি পাবেন না।

প্রশ্ন উঠেছে, তাহলে কি জাতীয় স্বার্থর চেয়ে ক্লাব স্বার্থ বড় হয়ে দেখা দিল?

এআরবি/আইএইচএস

Read Entire Article