শেষ ষোলোতেই লিভারপুল-পিএসজি মহারণ, রিয়াল-অ্যাথলেটিকো ডার্বি!

16 hours ago 7
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো ড্র অনুষ্ঠিত হয়েছে, আর তাতেই ফুটবলপ্রেমীদের জন্য দারুণ কিছু লড়াই নিশ্চিত হয়েছে। ইংল্যান্ডের লিভারপুল ও ফ্রান্সের পিএসজি মুখোমুখি হচ্ছে এক হাই-ভোল্টেজ নকআউট ম্যাচে। আর চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ মোকাবিলা করবে শহরের চিরপ্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকো মাদ্রিদকে। অন্যদিকে, দুই জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ ও বায়ার লেভারকুসেন পড়েছে একই ব্র্যাকেটে, যেখানে আর্সেনালের প্রতিপক্ষ পিএসভি আইন্দহোভেন। বার্সেলোনা লড়বে পর্তুগিজ ক্লাব বেনফিকার বিপক্ষে। চ্যাম্পিয়ন্স লিগ শেষ ষোলো ড্র: পূর্ণাঙ্গ তালিকা   ক্লাব ব্রুজ বনাম অ্যাস্টন ভিলা বরুশিয়া ডর্টমুন্ড বনাম লিল রিয়াল মাদ্রিদ বনাম অ্যাথলেটিকো মাদ্রিদ বায়ার্ন মিউনিখ বনাম বায়ার লেভারকুসেন পিএসভি আইন্দহোভেন বনাম আর্সেনাল ফেয়েনুর্ড বনাম ইন্টার মিলান পিএসজি বনাম লিভারপুল বেনফিকা বনাম বার্সেলোনা   প্রথম লেগ হবে ৪ ও ৫ মার্চ, আর ফিরতি লেগ ১১ ও ১২ মার্চ অনুষ্ঠিত হবে।   লিভারপুল বনাম পিএসজি: শক্তির লড়াই ড্রতে সবচেয়ে আকর্ষণীয় ম্যাচগুলোর মধ্যে একটি হলো লিভারপুল বনাম পিএসজি। আর্নে স্লটের দল গ্রুপ পর্বে দুর্দান্ত পারফর্ম করলেও শেষ ষোলোতে মুখোমুখি হতে হচ্ছে ফ্রান্সের চ্যাম্পিয়নদের। পিএসজি লিগ পর্বে ১৫তম হয়েছিল, তবে প্লে-অফে ব্রেস্টকে ১০-০ গোলে বিধ্বস্ত করে এসেছে। এই ম্যাচে থাকবে সুপারস্টারদের লড়াই, যেখানে একদিকে মোহামেদ সালাহ আর অন্যদিকে ওসমান দেম্বেলে দলের আক্রমণভাগের নেতৃত্ব দেবেন। রিয়াল মাদ্রিদ বনাম অ্যাটলেটিকো মাদ্রিদ: চ্যাম্পিয়নদের বড় পরীক্ষা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ নকআউট পর্বের প্রথম ধাপে মুখোমুখি হচ্ছে শহরের চিরপ্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকো মাদ্রিদ-এর। সম্প্রতি ম্যানচেস্টার সিটিকে ৬-৩ গোলে হারিয়ে পরের রাউন্ডে উঠেছে রিয়াল, যেখানে কিলিয়ান এমবাপ্পে হ্যাটট্রিক করেছেন। অন্যদিকে, অ্যাটলেটিকোর জন্য সময়টা কঠিন হতে চলেছে, কারণ তারা আগামী কয়েক সপ্তাহে বার্সেলোনার বিপক্ষে তিনটি ম্যাচ খেলবে—দুটি কোপা দেল রের সেমিফাইনাল ও একটি লা লিগার ম্যাচ। অন্যান্য গুরুত্বপূর্ণ লড়াই বায়ার্ন বনাম লেভারকুসেন: দুই জার্মান ক্লাব মুখোমুখি, যারা বুন্দেসলিগাতেও শীর্ষ দুই অবস্থানে রয়েছে। বার্সেলোনা বনাম বেনফিকা: গ্রুপ পর্বে ৫-৪ ব্যবধানে জেতা বার্সার জন্য এটি সহজ ম্যাচ হবে না। আর্সেনাল বনাম পিএসভি: মাইকেল আর্তেতার দল প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ডাচ জায়ান্টদের। এই ড্রয়ের ফলে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে উত্তেজনা তুঙ্গে উঠেছে। কারা পারবে কোয়ার্টার-ফাইনালের টিকিট নিশ্চিত করতে? কিলিয়ান এমবাপ্পে কি আবারও তার সাম্প্রতিক ফর্ম ধরে রাখতে পারবেন? নাকি মোহামেদ সালাহর নেতৃত্বে লিভারপুল এগিয়ে যাবে পরের রাউন্ডে? সব উত্তর মিলবে মার্চের রোমাঞ্চকর রাতগুলোতে!  The road to Munich is set.#UCLdraw pic.twitter.com/M2ChMOgR8u — UEFA Champions League (@ChampionsLeague) February 21, 2025
Read Entire Article