জমে উঠেছে বার্মিংহ্যাম টেস্ট। শেষ সেশনে ইংল্যান্ডের জয়ের জন্য দরকার ১০২ রান। ভারতের দরকার ৬ উইকেট। ফলে কারা জিতবে, এখনও অনুমান করা যাচ্ছে না।
চা-বিরতির আগে ঝুপঝাপ বৃষ্টির ফোঁটা পড়তে দেখা গেছে। ফলে শার্দুল ঠাকুরের ওভারে তিন বল হতেই আগেভাগে চা-বিরতি ঘোষণা করা হয়েছে। ইংল্যান্ডের রান ৪ উইকেটে ২৬৯। জো রুট ১৪ আর বেন স্টোকস ১৩ রান নিয়ে ব্যাটিংয়ে আছেন।
বার্মিংহ্যাম টেস্টে ইংল্যান্ডের সামনে জয়ের লক্ষ্য ৩৭১ রানের। চতুর্থ দিনে বিনা উইকেটে ২১ রান তুলেছিল ইংলিশরা। ফলে শেষ দিনে তাদের দরকার আরও ৩৫০ রান। টেস্টের পঞ্চম দিনে নিঃসন্দেহে কঠিন কাজ।
কিন্তু ইংলিশ দুই ওপেনার জ্যাক ক্রলি আর বেন ডাকেট দারুণ এক রান তাড়ার ভিত গড়ে দিলেন। উদ্বোধনী জুটিতেই ১৮৮ রান তুললেন তারা। জ্যাক ক্রলি ৬৫ রানে ফিরলেও সেঞ্চুরি তুলে নিতে ভুল করেননি ডাকেট।
১৭০ বলে ২১ বাউন্ডারি আর ১ ছক্কায় ১৪৯ রান আসে ডাকেটের ব্যাট থেকে। টানা দুই বলে ডাকেট আর হ্যারি ব্রুককে ফিরিয়ে ভারতকে ম্যাচে ফেরান শার্দুল ঠাকুর। মাঝে ৮ রান করে আউট হয়েছিলেন ওলি পোপ।
দুইশর পর ৪৭ রানের মধ্যে ৩ উইকেট হারায় ইংল্যান্ড। ফলে রান তাড়ায় হঠাৎ বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ে। চতুর্থ উইকেটে জো রুট আর বেন স্টোকস ইনিংস মেরামতের চেষ্টা করছেন।
এর আগে প্রথম ইনিংসে ভারতের ৪৭১ রানের জবাবে ৪৬৫ রানে অলআউট হয় ইংল্যান্ড। ফলে প্রথম ইনিংসে মাত্র ৬ রানের লিড পায় ভারত। দ্বিতীয় ইনিংসে লোকেশ রাহুল আর রিশাভ পান্তের জোড়া সেঞ্চুরিতে ভারত করে ৩৬৪। ফলে ৩৭১ রানের লক্ষ্য দাঁড়ায় ইংল্যান্ডের সামনে।
এমএমআর/এএসএম