শেষ হচ্ছে হামজার ইংলিশ প্রিমিয়ার লিগ অধ্যায়

3 days ago 10
হামজা চৌধুরী, ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই বাংলাদেশীকে নিয়ে গর্বের শেষ নেই দেশের কোটি কোটি ফুটবল প্রেমির। তবে এবার জানা গেল, ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটি ছাড়তে চলেছেন বাংলাদেশের এই ডিফেন্সিভ মিডফিল্ডার। একের পর এক ম্যাচে সাইড বেঞ্চে বসে থাকায় আগে থেকেই ছিল ক্লাব ছাড়ার গুঞ্জন। এবার সেটিই সত্যি হওয়ার পথে। শীতকালীন দলবদলেই প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটি ছেড়ে লোন ডিলে বাকি মৌসুমের জন্য খুঁজে নিচ্ছেন নতুন ক্লাব। ব্রিটিশ গণমাধ্যমগুলো খবর অনুযায়ী, দুই পক্ষের মাঝে চুক্তিটা প্রায় পাকাই হয়ে গেছে। এখন দেখার বিষয়, সত্যিই কি ধারে যাচ্ছেন হামজা, নাকি পুরোপুরিই ছাড়ছেন নিজের শৈশবের ক্লাব। তবে আশার কথা হলো, লেস্টার সিটি আর ইংলিশ প্রিমিয়ার লিগ ছাড়লেও ইংলিশ ফুটবলকে বিদায় জানাচ্ছেন না হামজা চৌধুরী। কারণ গুঞ্জন আছে, শেফিল্ড ইউনাইটেডে নাম লেখাবেন বাংলাদেশের এই তারকা। গেল মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে অবনমনের শিকার হওয়া দলটা বেশ কিছুদিন ধরেই নজরে রেখেছিল হামজা চৌধুরীকে। চুক্তির জন্য বেশ মুখিয়েই আছে ক্লাবটি। চলতি সপ্তাহের এফএ কাপের ম্যাচে পুরোটা সময় সাইডবেঞ্চে বসে পার করেছেন হামজা চৌধুরী। শুধু এই ম্যাচে না, প্রিমিয়ার লিগের ম্যাচেও টিম কম্বিনেশনের কারণে হামজাকে মাঠে নামার সুযোগ দিতে পারছে না লেস্টার সিটি। সেক্ষেত্রে আপাতত তাকে ছেড়ে দেওয়ায় সঠিক সিদ্ধান্ত হতে পারে ক্লাবটির জন্য। এদিকে নতুন যেই ক্লাবে নাম লেখাবে হামজা চৌধুরী সেই ক্লাবেই ম্যাচ পাবেন বাংলাদেশী এই তারকা। সেক্ষেত্রে বাংলাদেশী সমর্থকরা হয়তো মাঠের খেলায় হামজাকে আরও বেশী দেখার সুযোগ পাবেন। কারণ, হামজা চৌধুরী অফিসিয়ালী বাংলাদেশী হওয়ার পর খেলতে পারেন নি খুব বেশী ম্যাচ। ইংলিশ প্রিমিয়ার লিগে হামজা চৌধুরীর বাংলাদেশের জার্সিতে অভিষেক হওয়ার জোড় সম্ভাবনা আছে মার্চে ভারতের বিপক্ষে ম্যাচে। কারণ এর আগে বাংলাদেশ ফুটবল দলের আর তেমন কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ নেই। অবশ্য ইতিমধ্যে ভক্ত সমর্থকরা দাবি তুলেছেন দেশের মাটিতে কোনো প্রীতি ম্যাচে হামজাকে অভিষেক করানোর।
Read Entire Article