উৎসবমুখর পরিবেশে শেষ হলো ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ার ফল ফেস্টিভ্যাল ২০২৪। চার দিনব্যাপী এই ফেস্টিভাল ব্যাপক পরিমাণ শিক্ষক শিক্ষার্থীর অংশগ্রহণের মধ্য দিয়ে শুরু হয়।
ফেস্টিভ্যালের প্রথম দিন শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণ এর মধ্য দিয়ে একটি র্যালি ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ার স্থায়ী ক্যাম্পাস আমিনবাজার থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করে আবার ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া প্রাঙ্গণে পৌঁছায়। একই দিনে ইউনিভার্সিটির শিক্ষক এবং শিক্ষার্থীরা পাশাপাশি সাধারণ জনগণ নিরাপদে সড়ক পারাপারের জন্য একটি ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি এবং বিপ্লবে আহদের উন্নত চিকিৎসার জন্য মানববন্ধনের আয়োজন করে।
ফল ফেস্টিভাল এর দ্বিতীয় দিনের কার্যক্রমে মেডিকেল ক্যাম্প পরিচালনার পাশাপাশি এইচএসসি পরীক্ষায় পাস শিক্ষার্থীদের সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। সঙ্গীতের মাধ্যমে জুলাই বিপ্লবকে মনে করার পাশাপাশি বিভিন্ন গানে নৃত্য, নাটক, কৌতুক এবং নানা শিল্প প্রদর্শনী করেছে শিক্ষার্থীরা।
ফল ফেস্টিভ্যালের তৃতীয় দিনের কার্যক্রমে ফায়ার সার্ভিস ইউনিটের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণ সেমিনার ও ইউনিভার্সিটির শিক্ষার্থীরা মেহেদি উৎসব পালন করেছে। ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ার ফল ফেস্টিভালের শেষ দিনের কার্যক্রম শুরু হয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টের তৈরি স্টল ভিজিটিংয়ের মধ্যে দিয়ে। স্টল প্রদর্শনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এম এ ওয়াদুদ মন্ডল মন্ডল উপস্থিত ছিলেন, এরপর ইউনিভার্সিটির নতুন শিক্ষার্থীদের বরণ করে নিয়ে তাদের জীবনকে আগামীতে সুন্দর করার লক্ষ্যে বক্তব্য দেন বিভিন্ন ডিপার্টমেন্টের ডিন, শিক্ষক, ডেপুটি রেজিস্ট্রার, রেজিস্ট্রাররা৷
পরে ইউনিভার্সিটির উপাচার্য ড. এম এ ওয়াদুদ মন্ডল, শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান ডা. এম এ মুহিত, শিক্ষার্থীদের শিক্ষার মান বাড়ানোর প্রয়াস করেন এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।