শেষবারের মতো নিজ শহরে আব্দুল্লাহ আল নোমান

3 hours ago 5

সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান শেষবারের মতো কফিনবন্দি হয়ে চট্টগ্রামে পৌঁছেছেন। 

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় ঢাকা থেকে মরদেহ নিয়ে আসা হেলিকপ্টারটি চট্টগ্রাম আউটার স্টেডিয়ামে অবতরণ করে। এসময় মরদেহ এক নজর দেখতে ভিড় করেন নেতাকর্মীরা।

আব্দুল্লাহ আল নোমানের মরদেহ স্টেডিয়াম থেকে নেওয়া হবে কাজির দেউড়ি ভিআইপি টাওয়ারের বাসভবন প্রাঙ্গণে। এরপর শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শুধু দেখানোর জন্য রাখা হবে। পরে সকাল ৯ থেকে ১০টা পর্যন্ত ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয়টির ছাত্র, শিক্ষক ও কর্মচারী-কর্মকর্তাদের দর্শনের জন্য রাখা হবে। সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চট্টগ্রাম মহানগর বিএনপির দলীয় কার্যালয় নসিমন ভবনের মাঠে দর্শনার্থীদের জন্য রাখা হবে।  

এদিন দুপুর ১টায় মরদেহ জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে রাখা হবে এবং পরে বাদে জুমা বেলা আড়াইটায় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। সর্বশেষ আসরের নামাজের পর রাউজান গহিরা স্কুল মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে এবং পরে গহিরায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

Read Entire Article