১৫ ওভারে রান ১০৫। পরের ৫ ওভারে কত উঠতে পারে? আইপিএলে স্লগ ওভারে রানের বন্যা বয়, এটা সবারই জানা। ব্যতিক্রম হলো না রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং গুজরাট টাইটান্সের ম্যাচেও।
টস হেরে ব্যাট করতে নামা গুজরাটের এক সময় রান ছিল ১৫ ওভারে ১০৫। সেখান থেকে তারা ২০ ওভার শেষে স্কোরকে নিয়ে গেলো ১৬৯ রানে। অর্থাৎ ৬৪ রান তুলেছে শেষ ৫ ওভারে। এর মধ্যে শেষ তিন ওভারে নিয়েছে ৪০ রান। রশিদ খানের এক ওভার থেকেই নিলো ২০ রান।
ইংলিশ ব্যাটার লিয়াম লিভিংস্টোনই ব্যাট হাতে ঝড় তুলেছিলেন। শেষে সেই ঝড়ে বাতাস দিয়েছেন কেবল টিম ডেভিড। লিভিংস্টোন ৪০ বলে খেলেছেন ৫৪ রানের ঝোড়ো ইনিংস। এরপর ১৮ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন টিম ডেভিড। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৬৯ রান তুলেছে বিরাট কোহলির দল।
প্রথম দুই ম্যাচ জেতার ফলে শীর্ষস্থান অক্ষুন্ন রাখতে হলে এই ম্যাচে জিততেই হবে বেঙ্গালুরুকে। এমন ম্যাচে গুজরাটের অধিনায়ক শুভমান গিলের কাছে টস হেরেছেন বেঙ্গালুরু অধিনায়ক রজত পাতিদার। টস জিতে স্বাগতিক বেঙ্গালুরুকে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছে গুজরাট।
ব্যাট করতে নেমে অবশ্য শুরুতে দারুণ ব্যাটিং বিপর্যয়ে পড়ে বেঙ্গালুরু। দ্রুত উইকেট হারাতে থাকে তারা। ৪২ রানে হারায় ৪ উইকেট। ১০৪ রানে ৬ উইকেট। বিরাট কোহলি আউট হয়েছেন মাত্র ৭ রান করে।
লিভিংস্টোনের ৫৪ এবং টিম ডেভিডের অপরাজিত ৩২ রান ছাড়াও জিতেন শর্মা ৩৩ রান করে আউট হন। ১৪ রান করে ফিল সল্ট এবং ১২ রান করেন রজত পাতিদার। গুজরাটের মোহাম্মদ সিরাজ নেন ৩ উইকেট।
আগের দুই ম্যাচের মধ্যে একটিতে হেরেছে গুজরাট, অন্যটিতে জিতেছে।
আইএইচএস/