শেয়ারবাজারে সূচকের বড় লাফ, কমেছে লেনদেন  

1 month ago 10

পতনের ধারা থেমে দেশের শেয়ারবাজারে বড় উত্থান হয়েছে। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৫ ডিসেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে সিংহভাগ প্রতিষ্ঠান। ফলে সবকটি মূল্য সূচকের বড় উত্থান হয়েছে। তবে কমেছে লেনদেনের গতি।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। ফলে এ বাজারটিতেও মূল্য সূচকের বড় উত্থান হয়েছে। সেই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। এর মাধ্যমে টানা পাঁচ কার্যদিবস দরপতনের পর শেয়ারবাজারে ঊর্ধ্বমুখিতার দেখা মিললো।

এর আগের সপ্তাহে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসেই সূচকের পতন হয়। সেই সঙ্গে সপ্তাহজুড়ে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমে। এতে এক সপ্তাহেই ডিএসইর বাজার মূলধন ১১ হাজার কোটি টাকার ওপরে কমে যায়।

এমন পরিস্থিতিতে রোববার শেয়ারবাজারে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। লেনদেনের শুরুতে দেখা যায় সূচকের এই ঊর্ধ্বমুখী ধারা যা শেষ পর্যন্ত অব্যাহত থাকে। এমনকি লেনদেনের সময় গড়ানোর পাশাপাশি দাম বাড়ার তালিকাও বড় হতে থাকে। সেই সঙ্গে বাড়ে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা।

আরও পড়ুন>>>

এতে দিনের লেনদেন শেষে ডিএসইতে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ২৩২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ৮৯টির এবং ৬৯টির দাম অপরিবর্তিত রয়েছে। ফলে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৭৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১৭৮ পয়েন্টে উঠে এসেছে।

অপর দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ২৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯০৮ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই শরিয়াহ্ সূচক আগের দিনের তুলনায় ১২ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৫২ পয়েন্টে অবস্থান করছে।

মূল্য সূচক বাড়লেও ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণ। বাজারটিতে লেনদেন হয়েছে ৩০৪ কোটি ১০ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৩৫১ কোটি ৫৯ লাখ টাকা। সে হিসেবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ৪৭ কোটি ৪৯ লাখ টাকা।

এই লেনদেনে সব থেকে বড় ভূমিকা রেখেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের শেয়ার। টাকার অঙ্কে কোম্পানিটির ৩৪ কোটি ৯৩ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা একমি ল্যাবরেটরিজের ১৫ কোটি ৪৮ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৮ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ওয়াইম্যাক্স ইলেকট্রোডস।

 এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- এশিয়াটিক ল্যাবরেটরিজ, এনআরবি ব্যাংক, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন, গ্রামীণফোন, অগ্নি সিস্টেম, ফাইন ফুডস এবং ওরিয়ন ইনফিউশন।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১২৯ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ১৬৬টি প্রতিষ্ঠানের মধ্যে ৮৭টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৪৭টির এবং ৩২টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৫ কোটি ৭০ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৪ কোটি ২৭ লাখ টাকা।

 

এমএএস/এসআইটি

Read Entire Article