শৈলকূপা থানায় হামলা-ভাঙচুরের ঘটনায় মামলা, আটক ১৫

4 months ago 46

শৈলকূপা থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। রোববার (৯ জুন) রাতে ১১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয়ের আরও ৫০০ জনকে আসামি করে এসআই লাল্টু রহমান মামলাটি করেন।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ইমরান জাকারিয়া জানান, থানায় ভাঙচুর মামলায় পুলিশ রোববার রাতে অভিযান চালিয়ে ১৫ জনকে আটক করেছে। গ্রেফতার সবাইকে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে ঘটনার দিন আহত ফিরোজ শিকদারের ডান হাত কেটে ফেলা হয়েছে। তিনি বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি আছেন বলে জানা গেছে। তবে গ্রেফতার এড়াতে উপজেলার ৮ নম্বর ধলহরাচন্দ্র ইউনিয়নের বেশিরভাগ পুরুষ এলাকা ছাড়া।

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম চৌধুরী বলেন, হামলা ও ভাঙচুরের ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্তদের মধ্যে কেউ কেউ গ্রেফতার হয়েছে বাকি গ্রেফতারের চেষ্টা চলছে। এলাকার পরিবেশ শান্ত আছে।

এর আগে রোববার সকালে একটি হামলা মামলার এজাহারভুক্ত আসামি মোস্তাক শিকদারকে গ্রেফতার করে পুলিশ। মোস্তাককে পুলিশ থানা থেকে ছেড়ে না দেওয়ায় তার সমর্থক আওয়ামী লীগ কর্মীরা বিকেল ৩টার দিকে থানা ঘেরাও করে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটনায়।

আব্দুল্লাহ আল মাসুদ/আরএইচ/জিকেএস

Read Entire Article