১৯৯২ সাল। অ্যানহেল ডি মারিয়ার বয়স তখন মাত্র ৪ বছর। অর্থাৎ ভালোমতো হাঁটকে শিখেছেন মাত্র কিছুদিন হলো। ওই বয়সেই তিনি যুক্ত হলেন নিজের জন্মস্থান আর্জেন্টিনার রোজারিও শহরের স্থানীয় ক্লাব রোজারিও সেন্ট্রাল- এ। ক্লাবটির ইয়ুথ টিমে খেলেছেন ২০০৫ সাল পর্যন্ত।
এরপরই ডি মারিয়াকে সিনিয়র দলে নেয় রোজারিও সেন্ট্রাল। ক্লাবটিতে ২ বছর খেলার পর অর্থাৎ ২০০৭ সালে তিনি পাড়ি জমান ইউরোপে। এরপর ১৮ বছর ইউরোপের বিভিন্ন দাপিয়ে বেড়িয়ে অবশেষে সেই নিজের ডেরায় ফিরে গিয়েছেন ডি মারিয়া।
আর্জেন্টাইন প্রিমেরা ডিভিশনের এই ক্লাবটি বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ডি মারিয়ার ফেরার বিষয়টি ঘোষণা করেছে।
রোসারিও ভিত্তিক ক্লাবটি সামাজিক মাধ্যমে একটি ভিডিওর সঙ্গে লিখেছে, আমাদের ইতিহাসে আরও অনেক কিছু লেখা বাকি আছে। বাড়িতে স্বাগতম।
ইউরোপে ডি মারিয়ার প্রথম ক্লাব ছিল বেনফিকা। আবার পর্তুগিজের এই ক্লাব থেকে অবসর নিয়েই ইউরোপ যাত্রা শেষ করেছেন আর্জেন্টাইন সুপারস্টার।
মাঝে তিনি খেলেছেন স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ, ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড, ফরাসি ক্লাব প্যারিস সেন্ট-জার্মেইন (পিএসজি) এবং ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে। সর্বশেষ ২০২৩ সালে বেনফিকায় ফিরে যান।
গত গ্রীষ্মেই ডি মারিয়া রোসারিও সেন্ট্রালে যোগ দিতে চেয়েছিলেন। তবে ওই অঞ্চলে মাদক চোরাচালান ও সহিংসতা বেড়ে যাওয়ায় পরিবারের জন্য হুমকি মনে করে সিদ্ধান্ত পরিবর্তন করেন তিনি।
ডি মারিয়া ইউরোপে মোট ৩০টি ট্রফি জিতেছেন। আর্জেন্টিনার হয়ে জিতেছেন ৬টি শিরোপা। এর মধ্যে রয়েছে দুটি কোপা আমেরিকা, ২০২২ সালের বিশ্বকাপ এবং ২০০৮ সালের অলিম্পিক স্বর্ণপদক।
এই উইঙ্গার আগামী মাসে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপে বেনফিকার অংশগ্রহণ শেষে রোসারিও সেন্ট্রালে যোগ দেবেন। ক্লাব বিশ্বকাপে বেনফিকা গ্রুপ 'সি'-তে রয়েছে বায়ার্ন মিউনিখ, বোকা জুনিয়র্স এবং অকল্যান্ড সিটির সঙ্গে।
৩৭ বছর বয়সী ডি মারিয়া গত বছর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন।
এমএইচ/এমএস