পৃথিবীর নিষ্ঠুরতম খেলা। যে খেলা আবেগ তৈরি করতে পারে, কিন্তু নিজে আবেগ বুঝে না। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে ইন্টার মিলান আর বার্সেলোনার ম্যাচে সেটি আরেকবার প্রমাণিত হলো।
গতকাল মঙ্গলবার ইতালির সানসিরোতো শ্বাসরুদ্ধকর ম্যাচে বার্সাকে ৪-৩ গোলে হারিয়েছে ইন্টার। এতে দুই লেগ মিলিয়ে ৭-৬ ব্যবধানে জিতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে চলে গেছে ইতালিয়ান ক্লাবটি।
প্রথম লেগ শেষ হয়েছিল ৩-৩ সমতায়। যে কারণে দ্বিতীয় লেগে যেকোনো এক দলকে জিততেই হতো। সেই লড়াইটিই শেষ দিকে এমনভাবে জমে উঠেছিল যে, উভয় দলের ভক্তরাই বেশ আবেগতাড়িত হয়েছেন।
মঙ্গলবার ম্যাচের ৮৭ মিনিট পর্যন্ত ৩-২ গোলে এগিয়ে ছিল বার্সা। এরপর ৯৩ মিনিটে গোল করে সমতায় ফেরে ইন্টার। ৯৯ মিনিটে আবারও গোল করে শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানে জয় নিশ্চিত করে ইতালিয়ান ক্লাবটি।
এমএইচ/