শ্রমিকদল নেতাকে রগ কেটে হত্যা, প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

4 hours ago 7

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মীর আরমান হোসেনকে পায়ের রগ কেটে হত্যার ঘটনায় প্রধান আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

শুক্রবার (১৭ জানুয়ারি) র‌্যাব-৭ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে কুমিল্লার লাকসাম থানার কাগইয়া ও ভোলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন– আরমান হত্যার প্রধান আসামি আল আমিন (২৮) এবং ওই মামলার ৩নং আসামি মো. জসিম উদ্দিন প্রকাশ ভুট্টো (৩৫)।

র‌্যাব জানায়, বিএনপি নেতা মীর আরমান হোসেন হত্যা মামলার প্রধান আসামি আল আমিনকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আল আমিনের দেওয়া তথ্যে আসামি জসিমকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাদের সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। 

সীতাকুণ্ড মডেল থানার ওসি মজিবুর রহমান কালবেলাকে বলেন, র‌্যাব-৭ আসামিদের গ্রেপ্তার করে থানায় দিয়েছে।

উল্লেখ্য, গত ২ জানুয়ারি বিএনপি নেতা মীর আরমানকে জঙ্গল সলিমপুরে রগ কেটে খুন করা হয়। এরপর থেকে আসামিরা আত্মগোপনে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। ঘটনার ৫ দিন পর ৭ জানুয়ারি নিহত আরমানের স্ত্রী রুবী আক্তার বাদী হয়ে ১০ জনকে আসামি করে মামলা করেন।

Read Entire Article