চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আবদুল মান্নান নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মধ্যম সরফভাটা বুলইন্যা বাপের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবদুল মান্নান (৪০) সরফভাটা ২ নম্বর ওয়ার্ড জিলানী মাদ্রাসা এলাকার মুহিদুল্লাহ বাপের বাড়ির মো. নাজেরের ছেলে। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত এবং ইউনিয়ন শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি।
স্থানীয় সূত্রে জানা গেছে, পথচারীরা মান্নানকে বুলইন্যার বাড়ির কাছে সড়কের নির্জন এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন৷ তার সঙ্গে তার ব্যবহৃত মোটরসাইকেলটিও ছিল। তবে কারা কি জন্য তাকে হত্যা করেছে সেই ব্যাপারে জানা যায়নি। দেশের পটপরিবর্তনের পর প্রবাসফেরত মান্নান বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার স্ত্রী ও দুই কন্যা সন্তান রয়েছে।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম কালবেলাকে বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। এখানে ঘুটঘুটে অন্ধকার। সেখানে তার নিথর দেহ পড়ে ছিল, সঙ্গে ছিল একটি মোটরসাইকেল৷ তবে তার মুঠোফোনটি পাওয়া যায়নি। তার শরীরে চারটি গুলির চিহ্ন পাওয়া গেছে। এরমধ্যে একটি বাম চোখের কাছে, বাম হাতে একটা এবং পেটের ডানপাশে দুটি গুলির চিহ্ন দেখা গেছে।
তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত শেষে কি কারণে এবং কারা এ ঘটনা ঘটালো তা জানা যাবে।

3 hours ago
6








English (US) ·