‘শ্রাবণ জ্যোৎস্নায়’ চলচ্চিত্র যেন দীঘিতে ফোটা ফুল
প্রবাসী বাঙালি ব্যস্ত তরুণ নাবিল, বাংলাদেশের গ্রামের সহজ সরল পরোপকারী অনাথ ছেলে শুভ ও শহুরে সংস্কৃতিমনস্ক কন্যা মৌকে নিয়ে একটি ত্রিকোণ প্রেমের ছবি ‘শ্রাবণ জ্যোৎস্নায়’। প্রকৃত মনের মানুষ খুঁজে পাওয়ার একটি বাস্তবিক দ্বন্দ্ব, মানুষের অন্তর্নিহিত স্বরূপ চিনতে পাওয়ার সংঘাত, জীবনের প্রকৃত লক্ষ্য নির্ধারণের প্রাপ্তি-অপ্রাপ্তি, প্রেম-প্রেমহীনতা, চিরকালীন প্রেমের যন্ত্রণা, বিরহ এবং ভালোবেসে দীর্ঘ সন্ন্যাস যাপনের ছবিও।
প্রবাসী বাঙালি ব্যস্ত তরুণ নাবিল, বাংলাদেশের গ্রামের সহজ সরল পরোপকারী অনাথ ছেলে শুভ ও শহুরে সংস্কৃতিমনস্ক কন্যা মৌকে নিয়ে একটি ত্রিকোণ প্রেমের ছবি ‘শ্রাবণ জ্যোৎস্নায়’। প্রকৃত মনের মানুষ খুঁজে পাওয়ার একটি বাস্তবিক দ্বন্দ্ব, মানুষের অন্তর্নিহিত স্বরূপ চিনতে পাওয়ার সংঘাত, জীবনের প্রকৃত লক্ষ্য নির্ধারণের প্রাপ্তি-অপ্রাপ্তি, প্রেম-প্রেমহীনতা, চিরকালীন প্রেমের যন্ত্রণা, বিরহ এবং ভালোবেসে দীর্ঘ সন্ন্যাস যাপনের ছবিও।