শ্রীনগরে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মুন্সীগঞ্জের শ্রীনগরে দৈনিক কালবেলার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শ্রীনগর উপজেলা দৈনিক কালবেলার প্রতিনিধি শাহ আলম ইসলাম নিতুলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মমিন উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর ফায়ার স্টেশনের অফিসার দেওয়ান আজাদ, শ্রীনগর প্রেস ক্লাবের সাবেক সভাপতি আওলাদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক শফিকুল রহমান, সাবেক সাধারণ সম্পাদক অধীর রাজবংশী, সাংবাদিক সাফিন, রাকিব, লুসান, প্রতিষ্ঠানের সহ-তত্ত্বাবধায়ক নুর ইসলাম এবং শিশু পরিবারের সদস্যরা।
অনুষ্ঠানে অতিথিরা শিশুদের উৎসাহ ও অনুপ্রেরণা জোগান এবং দৈনিক কালবেলার সাফল্য কামনা করেন।