মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় চা বাগান শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডের টাকা জমা না হওয়ার প্রতিবাদে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন করেছেন শ্রমিকরা।
শুক্রবার (৭ নভেম্বর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কে সাতগাঁও চা কারখানার সামনে সাতগাঁও চা বাগানের শ্রমিকদের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
শ্রমিকরা জানান, মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও চা বাগানের আওতাধীন সাতগাঁও, মাকড়িছড়া ও ইছামতি চা বাগানের শ্রমিকদের ১৭ মাসের প্রভিডেন্ট ফান্ডের টাকা বাগান কর্তৃপক্ষ তহবিলে জমা দেয়নি। প্রভিডেন্ট ফান্ডের টাকা জমা না দেওয়ায়র প্রতিবাতদসহ বিভিন্ন দাবিতে দ্বিতীয় দিনের মতো দুই ঘণ্টা কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন চা বাগান শ্রমিকরা।
মানববন্ধনে সাতগাঁও বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি কাজল কালিন্দী, সাধারণ সম্পাদক সুদিপ কৈরী, কাশী নারায়ণ, স্বাধীন চাষা, ইছামতী চা বাগান পঞ্চায়েত সদস্য মন্টু কুর্মী, স্থানীয় ইউপি সদস্য ঈশ্বর কালিন্দী, নারী ইউপি সদস্য শান্তনা বাড়াইকসহ স্থানীয় চা শ্রমিক পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
শ্রমিকরা অভিযোগ করে বলেন, আমরা বাগানের খেটে খাওয়া সাধারণ মানুষ, আমাদের বেতনের টাকা থেকে ভবিষ্যতের জন্য প্রভিডেন্ট ফান্ডে টাকা জমা রাখি। কিন্তু এখন দেখি নিয়মিতভাবে আমাদের এই টাকা তহবিলে জমা দেওয়া হয় না। এ নিয়ে আমরা মালিকপক্ষের কাছে বারবার আবেদন করেছি। কিন্তু এরপরও কোনো কাজ হচ্ছে না। তাই আমরা রাস্তায় নেমেছি, আন্দোলনে নেমেছি। আমাদের প্রভিডেন্ট ফান্ডের টাকা জমা দিতে হবে।
শ্রমিকরা আরও অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে মালিকপক্ষ প্রভিডেন্ট ফান্ডের টাকা নিয়মিতভাবে জমা দিচ্ছেন না, এতে করে আমাদের ভবিষ্যৎ শঙ্কা তৈরি হয়েছে। আমরা আমাদের অধিকার আদায়ে মানববন্ধনে উপস্থিত হয়েছি।

6 hours ago
9









English (US) ·