মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দৈনিক কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) শ্রীমঙ্গলের ডাকবাংলো পুকুর পাড়স্থ জিংবাং রেস্টুরেন্টে কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে বর্ষপূর্তি পালন করা হয়।
অনুষ্ঠানটি দৈনিক কালবেলার শ্রীমঙ্গল প্রতিনিধি এসকে দাশ সুমনের সভাপতিত্বে এবং সমাজকর্মী ভুপেন সেন সঞ্চালনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ট্যুরিস্ট পুলিশ) মো. কামরুল হোসেন চৌধুরী, দৈনিক সমকাল শ্রীমঙ্গল প্রতিনিধি শামীম আক্তার হোসেন, বাংলাদেশ প্রতিদিন শ্রীমঙ্গল প্রতিনিধি দীপঙ্কর ভট্টাচার্য লিটন, এখন টিভির মৌলভীবাজার জেলা প্রতিনিধি এমএ হামিদ, আর টিভির জেলা প্রতিনিধি চৌধুরী ভাস্কর হোম, সাংবাদিক রুপক দত্ত, সাংবাদিক হৃদয় দাশ শুভ, দৈনিক মানবকণ্ঠ শ্রীমঙ্গল প্রতিনিধি মো. আল আমিন, সাংবাদিক সনেট দেব চৌধুরী, দৈনিক বাংলার রাজেশ ভৌমিক, সমাজকর্মী বিকাশ দাশ শুদ্ধ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা দেশে ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধে গণমাধ্যমের ভূমিকা তুলে ধরেন। একইসঙ্গে দৈনিক কালবেলার সমৃদ্ধি কামনা করেন।